বৈদিক যুগঃ আর্য সভ্যতা
*. আর্যদের প্রকৃত বাসস্থান সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়েছেন। ম্যাক্স্ মুলারের দেওয়া মধ্য এশিয়া তথ্যতি গ্রহণযোগ্য। আর্য্রা ছিল আধা যাযাবর ও মেষপালক এবং এদের আদি বাসভূমি মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে।
*. প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে তারা সম্ভবত হিন্দুকুশ পর্বতের খাইবার গিরিপ্তহ ধরে ভারতে প্রবেশ করেছিল।
*. ইরানের পবিত্র ধর্মগ্রন্থ ‘জেন্দ আবেস্তা’-র মাধ্যমে জানা যায় যে আর্যরা ইরানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছিল।