বাহমানি সাম্রাজ্য
বাহমনি সাম্রাজ্য
বাহমনি সাম্রাজ্য ছিল দাক্ষিণাত্যের অধিক শক্তিশালী এবং স্বাধীন মুসলিম সাম্রাজ্য। এই সময় দিল্লিতে সুলতানি সম্রাটরা রাজত্ব করত।
১৩৪৭ খ্রিঃ আলাউদ্দিন হাসান ‘আবুল মুজাফফর আলাউদ্দিন বাহম্যা শাহ’ নাম ধারণ করে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
বাহম্যান শাহ তার রাজধানী স্থাপন করেন গুলবার্গ যার নাম দেওয়া হয় আহসনাবাদ। এমত অবস্থায় তার মৃত্যু ঘটে। তার সাম্রাজ্য চারটি প্রদেশে বিভক্ত ছিল গুলবার্গ, দৌলতাবাদ, বেরার ও বিডার।
বাহম্যান শাহ (১৩৪৭-৫৮) রাজত্ব চালান। তার বড় পুত্র মহম্মদ শাহ-১ (১৩৫৮-৭৫)সফলতম রাজা ছিলেন। তার সময় বিজয় নগরের সাম্রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল।
মুহাজিদ শাহ (১৩৭৫-৭৮)মুহম্মদ শাহের পর সফলতম রাজা ছিলেন। তার সময় রায়চুর দোয়াব ভূ-খন্ডকে কেন্দ্র করে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্য দিয়ে বিরোধের সৃষ্টি হয়।
পরবর্তী শাসক ছিল মুহম্মদ শাহ-২ (১৩৭৮-৯৭)। তিনি ছিলেন শান্ত প্রকৃতির তিনি শিশু শিক্ষানিকেতন ও পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।
মুহম্মদ শাহ-২ কে অনুসরণ করেছিল তার দুই পুত্র গিয়াসুদ্দিন এবং সামুদ্দিন। যদিও তারা কয়েকমাস বাহমনি সাম্রাজ্য শাসন করেন। তাদের সাম্রাজ্য দখল করে তাজউদ্দিন ফিরোজ শাহ (১৩৯৭-১৪২২)। তার সময় বাহমনি সাম্রাজ্য ও বিজয়নগর সাম্রাজ্য যুদ্ধে লিপ্ত হয়।
পরবর্তী শাসক হন তাজউদ্দিনের ভাই আহম্মদ শাহ (১৪২২-৩৬)। তিনি বিজয়নগরের সঙ্গে পুনরায় যুদ্ধে লিপ্ত হন।
আহম্মদ শাহর পর সফলতম রাজা হলে তার পুত্র আলাউদ্দিন-২ (১৪৩৬-৫৮)।
আলাউদ্দিন-২য় পর তার পুত্র হুমায়ুন শাহ (১৪৫৮-৬১)সিংহাসনে বসেন। তিনি ছিলেন অত্যাচারী শাসক। জনসাধারণ তাকে ‘জালিম’ বলত।
হুমায়ুনের পর তার পুত্র নিজাম শাহ (১৪৬১-৬৩)বাহমনির শাসক হন। তারপর তার ভ্রাতা মুহম্মদ শাহ-৩ (১৪৬৩-৮২)ছিল সফলতম শাসক। তার রাজত্বকালে প্রধানমন্ত্রী মাহমুদ গাওয়ান সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে মুহম্মদ শাহ-৩ কে মৃত্যুদণ্ড দেন। মাহমুদ গাওয়ান কোনকান, গোয়া, ওড়িয়া, কাঞ্চি প্রভৃতি অঞ্চল দখল করেন। তার রাজত্বকালে রাশিয়ান পর্যটক নিকিতিন বিদর ভ্রমণ করেন।
মুহম্মদ শাহ-৩ এর পুত্র মামুদ শাহ (১৪৮২-১৫১৮)পরবর্তী শাসক নিযুক্ত হয়।
বাহমনি সাম্রাজ্যের শেষ শাসক ছিল কালিম উল্লহ শাহ (১৫২৪-২৭)।
১. বিজয়পুরের আদিল শাহী সাম্রাজ্য-
ইউসুফ আলি শাহ বিজয়পুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্যটি ছিল ১৬৮৬ খ্রিঃ ঔরঙ্গজেবের সময় পর্যন্ত মুহম্মদ আদিল শাহ গোলগুম্বজ তৈরি করেছিলেন।
২. নিজাম শাহী সাম্রাজ্য আহমেদনগর-
এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল মালিক আহমেদ। এই সাম্রাজ্য টিকে ছিল মোগল আমল ১৬৩৬ খ্রিঃ পর্যন্ত। এই সাম্রাজ্যের প্রধান কান্ডারী ছিল মালিক অম্বর (১৫৪৮-১৬২৬)। তিনি ছিলেন ইথিওপিয়ন। তিনি মালিক আহমেদ-এর প্রধান মন্ত্রী হিসাবে এসেছিলেন। গুজরাতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এই সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল নিজাম শাহ ১৬৩৬ খ্রিঃ মোঘরলা। মুঘরলা আহমেদ নগর আক্রমণ করে এবং আহমেদ নগর মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
৩. বেবার ইমাদ শাহী সাম্রাজ্য-
এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল ফতেহ উল্লাদ ইমাদ শাহ। এই সাম্রাজ্য টিকে ছিল ১৫৭৪ খ্রিঃ পর্যন্ত। পরবর্তী কালে আহমেদনগরের সঙ্গে মিশে যায়।
৪. গোলকোন্ডা কুতুব শাহী সাম্রাজ্য-
এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল কুতুব শাহ। এই সাম্রাজ্যে টিকে ছিল ঔরঙ্গজেবের রাজত্বকাল ১৬৮৭ খ্রিঃ পর্যন্ত। এই বংশের পঞ্চম সুলতান কুলি কুতুব শাহ হায়দ্রাবাদ শহর তৈরি করেন। এই সময়ের স্থাপিত শিল্প নিদর্শন বিখ্যাত।
৫. বিদারের বারিদ শাহী সাম্রাজ্য-
এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আমির আলি বারিদ। এই সাম্রাজ্য টিকে ছিল ১৬১৯ খ্রিঃ পর্যন্ত।