মহম্মদ ঘোরী
ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মুইজ-উদ্দ্দিন মহম্মদ বা মহম্মদ অফখুব। এটা সত্য যে মহম্মদ বিন কাসেম হলেন ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কিন্ত তিনি তাঁর অকাল মৃত্যুর জন্য ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। মহম্মদ ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি কিন্তু এই আক্রমণের স্থায়ী ফল ছিল পাঞ্জাবের ওপর প্রভাব বিস্তার করা। এর পর মহম্মদ ঘোরী সঠিক পদক্ষেপে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আফগানিস্তান ছোটো একটি রাজ্যের শাসনকর্তা ছিলেন। কিন্তু তিনি উত্তর ভারত জয় করতে আগ্রহী ছিলেন এবং এই অঞ্চল নিজের রাজ্যভুক্ত করতে চেয়েছিলেন এবং মহমুদের মতো কেবলমাত্র সোনা ও গহনাপত্র পাওয়ার আগ্রহী ছিলেন না।
তাঁর প্রথম আক্রমণ ছিল মুলতানের বিরুদ্ধে ১১২৫ খ্রিস্টাব্দে এবং এই আক্রমণে তিনি সফল হয়েছিলেন। ১১৮২ খ্রিস্টাব্দে সিন্ধু এবং ১১৮৬ খ্রিস্টাব্দে পাঞ্জাব অধিকার করেন।
তৎকালীন দিল্লির সম্রাট পৃথ্বীরাজ চৌহান রাজাপুত রাজাদের প্রতি শর্ত আরোপ করলেন এবং ১১৯১ খ্রিস্টাব্দে ঘোরীকে পরাজিত করলেন প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করেন। দিল্লি এবং আজমীর দখল করে ঘোরী ভারতে মুসলিম শাসনের পত্তন করেন। ১১৯৪ খ্রিস্টাব্দে ছান্দয়ার যুদ্ধে কনৌজের শাসক গাড়োয়াল রাজপুত জয়চন্দ্রকে পরাজিত করেন।
ঘোরী অন্যতম সৈন্যাধ্যক্ষ ইখতিয়ার-উদ্দিন মহম্মদ বিন চখতিয়ার খলজি বিহার এবং বাংকা অধিকার করেন এবং নালন্দা ও বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তিনি ধ্বংস করেন।
কুতুব-উদ্দিন আইবক-কে দ্বায়িত্বভার ন্যাস্তর করে ১২০৬ খ্রিস্টাব্দে তিনি মারা যান।