বিশ্বের ধর্ম সমূহ
হিন্দু ধর্মমত (Hinduism) | |
---|---|
প্রতিষ্ঠাতা | পবিত্র আধার থেকে উৎপত্তি |
প্রতিষ্ঠিত হয় | ১৫০০ খ্রি.পূ. |
প্রচলিত হয় | বেশি প্রচারিত হয় ভারত এবং নেপালে। এছাড়াও ভুটান, ফিজি, গায়না, ইন্দোনেশিয়া, মরিশাস, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, সুরিনাম, ত্রিনিদাদ এবং টোবাগো, বালি প্রভৃতি স্থানে দেখা যায়। |
ধর্মগ্রন্থ | বেদ, উপনিষদ, ভাগবত গীতা, মহাভারত ও রামায়ণ মহাকাব্য। |
উপাসনার স্থান | মন্দির |
বৌদ্ধ ধর্মমত (Buddhism) | |
---|---|
প্রতিষ্ঠাতা | গৌতম সিদ্ধার্থ বুদ্ধ (৫৬৩-৪৮৩ খ্রি.পূ.) |
জন্ম | নেপাল (লুম্বিনি) |
প্রতিষ্ঠিত হয় | ৫২৮ খ্রি. পূ. |
প্রচলিত হয় | চিন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ভূটান, থাইল্যাণ্ড, জাপান, লাওস, মায়ানমার (বর্মা), শ্রীলঙ্কা, কম্বোডিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম |
ধর্মগ্রন্থ | ত্রিপিটক (বুদ্ধের বিভিন্ন পদ্ধতির সংকলন), সূত্রও বলা হয়। |
পবিত্র স্থান | লুম্বিনি (নেপাল) যেখানে বুদ্ধের জন্ম হয়েছিল, বৌদ্ধগয়া (বিহার) যেখানে বুদ্ধদেব তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন এবং কুশিনগর (ইউ টি)যেখানে নির্বাণ লাভ করেছিলেন। |
উপাসনার স্থান | চৈত (মন্দির) এবং বিহার (যেখানে সন্ন্যাসীরা বসবাস করেন)। |
সম্প্রদায় | মহাযান এবং হীনযান। |
কনফুসিয়াসের দার্শনিক ও নৈতিক মতবাদ (Confucianism) | |
---|---|
প্রতিষ্ঠাতা | রাজা ফুৎসু বেশি পরিচিত কনফুসিয়াস নামে (৫৫১-৪৭৯ খ্রি. পূ.), জন্ম চিনের লু রাজ্যে। |
প্রতিষ্ঠিত হয় | ৫০০ খ্রি. পূ. |
প্রচলিত হয় | চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, নোরু এবং ভিয়েতনাম। |
ধর্মগ্রন্থ | দ্য অ্যানালেক্টস |
পবিত্র স্থান | পিকিং (বেজিং), চিন |
উপাসনার স্থান | কোনো গির্জা বা মন্দির নেই। |
খ্রিস্টান ধর্মমত (Christanity) | |
---|---|
প্রতিষ্ঠাতা | জিশু খ্রিস্ট (৫ খ্রি.পূ. থেকে ৩০ খ্রি.) |
জন্ম | জুডা, জেসাস অফ ন্যাজারেথ নামেও পরিচিত। |
প্রতিষ্ঠিত হয় | ২০১৬ বৎসর পূর্বে। |
প্রচলিত হয় | সারা বিশ্বে |
ধর্মগ্রন্থ | হোলি বাইবেল (পুরানো টেস্টামেন্ট ( অর্থাৎ জিশুর পূর্বের ) এবং নিউ টেস্টামেন্ট ( অর্থাৎ জিশু ও তারপর ) নিয়ে সংকলিত)। |
পবিত্র স্থান | জেরুজালেম যেখানে জিশু বাস করতেন এবং ধর্মোপদেশ দিতেন। |
উপাসনার স্থান | গির্জা |
সম্প্রদায় | ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট। |
ইসলাম ধর্মমত (Islam) | |
---|---|
প্রতিষ্ঠাতা | ধার্মিক মহম্মদ (৫৭০-৬৩২ খ্রি.) |
জন্ম | মক্কা (সৌদি আরাবিয়া) |
প্রতিষ্ঠিত হয় | ৬২২ খ্রি. |
প্রচলিত হয় | আফ্রিকার পশ্চিম তীরবর্তী তানজানিয়া, রাশিয়া এবং চিনের দক্ষিণ অংশ, ভারত, পাকিস্থান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এছাড়াও উত্তর আফ্রিকার অংশ বিশেষ। |
ধর্মগ্রন্থ | কোরান (আল্লা বা ঈশ্বরের কথা), হাদিস (ধর্মোপদেশ সংকলন)। |
ধর্মীয় স্থান | মক্কা (সৌদি আরবিয়া) |
উপাসনার স্থান | মসজিদ |
সম্প্রদায় | সুন্নি এবং সিয়া। |
ইহুদি-ধর্মমত(Judaism) | |
---|---|
প্রতিষ্ঠাতা | মসেস |
জন্ম | ইজিপ্ট |
প্রতিষ্ঠিত হয় | ১৩০০ খ্রি.পূ. |
প্রচলিত হয় | বিশ্বব্যাপী, প্রধানত ইজরায়েল এবং ইউনাইটেড স্টেটস্। |
ধর্মগ্রন্থ | হ্যালস্, বাইবেলের পাঁচটি বই-এ পাওয়া যায়, টালমাড এবং মিড্রাশ নামে পরিচিত টোরা-র ব্যাখ্যায়। |
ধর্মীয় স্থান | জেরুজালেম |
উপাসনার স্থান | সিন্যাগগ |
জাপানি ধর্মমত (Shintoism) | |
---|---|
প্রতিষ্ঠাতা | জাপানি সংস্কৃতির সঙ্গেই শুরু হয়েছিল এবং পরম্পরাগত পূর্বপুরুষদের ভক্তি-আরাধনার মাধ্যমে বিকাশ ঘটেছিল। |
প্রতিষ্ঠিত হয় | প্রাচীন কাল থেকে। |
প্রচলিত হয় | জাপান |
ধর্মগ্রন্থ | নির্দিষ্ট কোনো গ্রন্থ নেই। |
ধর্মীয় স্থান | মধ্য জাপানস্থিত ‘আইস’ এর কেন্দ্রীয় উপাসনাস্থল এবং টোকিওর ইয়াসুকুনি উপাসনাস্থল। |
শিখ ধর্মমত (Sikhism) | |
---|---|
প্রতিষ্ঠাতা | গুরু নানক (১৪৬৯-১৫৩৯) |
প্রতিষ্ঠিত হয় | ১৫০০ খ্রি. |
প্রচলিত হয় | ভারত |
ধর্মগ্রন্থ | গুরু গ্রন্থসাহেব |
ধর্মীয় স্থান | অমৃতসরের স্বর্ণমন্দির |
উপাসনাস্থল | গুরুদ্বার |
তাও ধর্মমত (Taoism) | |
---|---|
প্রতিষ্ঠাতা | লাওতাসে, একজন চিনা দার্শনিক |
প্রতিষ্ঠিত হয় | ষষ্ঠ শতক (খ্রি.পূ.) |
প্রচলিত হয় | চিন, তাইওয়ান, নোরু, ব্রুনেই, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম |
ধর্মগ্রন্থ | তাও-তে-শিং |
জরোথ্রুস্ট ধর্মমত (Zoroastrianism-Parsi Religion) | |
---|---|
প্রতিষ্ঠাতা | জোরোয়াস্টার, জন্ম- মেডিয়া (বর্তমানে ইরান) প্রায় ৬৬০ খ্রি.পূ. |
প্রতিষ্ঠিত হয় | ৫০০ খ্রি. পূ. (প্রায়) |
প্রচলিত হয় | ইরান এবং উত্তর-পশ্চিম ভারত। জোরোয়াস্টারের শিষ্যদের যারা অষ্টম শতকে ভারতে পালিয়ে এসেছিল তারাই বর্তমান পারসি সম্প্রদায়ের পূর্বপুরুষ। |
ধর্মগ্রন্থ | জেন্দ আবেস্তা |
ধর্মীয় স্থান | অগ্নি মন্দির (ফায়ার টেম্পল) |