নোবেল প্রাইজ বিজেতা
দুবার নোবেল প্রাইজ বিজেতা (Twice Recipients of Nobel Prize)
একই বিষয়
জন বার্ডিন- পদার্থবিদ্যা (১৯৫৬), পদার্থবিদ্যা (১৯৭২)
ফ্রেডারিক স্যাঙ্গার- রসায়ন শাস্ত্র (১৯৫৮), রসায়নশাস্ত্র (১৯৮০)
পৃথক বিষয়
মেরী কুরি- পদার্থবিদ্যা (১৯০৩), রসায়ন শাস্ত্র (১৯১১)
লিনাস পাউলিং- রসায়ন শাস্ত্র (১৯৫৪), শান্তি (১৯৬২)
রেডক্রশ-এর আন্তর্জাতিক সমিতি তিনবার শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে : ১৯১১, ১৯৪৪ এবং ১৯৬৩।
রাষ্ট্রসংঘের উদ্বাস্তুদের হাই কমিশনার দুবার শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছে : ১৯৫৪ এবং ১৯৮১।
নির্ধারক-মণ্ডলী (Adjudicators)
পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্র-সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স।
ঔষধ- স্টকহোম ফ্যাকাল্টি অফ মেডিসিন
সাহিত্য- সুইডিশ অ্যাকাডেমি অফ লিটারেচার।
শান্তি- নরওয়ে সংসদের ৫ জন সাংসদের একটি সমিতি
ইকনমিক্স- ব্যাংক অফ সুইডেন।
ভারতীয় নোবেল প্রাইজ বিজেতাগণ (Indian Nobel Prize Winners)
নং | নাম | ক্ষেত্র | সাল |
---|---|---|---|
১ | রবীন্দ্রনাথ ঠাকুর | সাহিত্য | ১৯১৩ |
২ | ডঃ সি ভি রমন | পদার্থবিদ্যা | ১৯৩০ |
৩ | ডঃ হরগোবিন্দ খুরানা | ঔষধ | ১৯৬৮ |
৪ | মাদার টেরেসা | শান্তি | ১৯৭৯ |
৫ | ডঃ এস. চন্দ্রশেখর | পদার্থবিদ্যা | ১৯৮৩ |
৬ | ডঃ অমর্ত্য সেন | অর্থনীতি | ১৯৯৯ |
৭ | ডি. এস. নাইপল | সাহিত্য | ২০০১ |
৮ | ভেঙ্কটরামন রামাকৃষ্ণান | রসায়নশাস্ত্র | ২০০৯ |
৯ | কৈলাস সত্যার্থি | শান্তি | ২০১৪ |
১০ | অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় | অর্থনীতি | ২০১৯ |
নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তিত্বরা (Persons Refusing Nobel Prize)
নং | নাম | ক্ষেত্র | সাল |
---|---|---|---|
১ | জাঁ পল সার্ত্রে | সাহিত্য | ১৯৬৪ |
২ | লে ডাক থো | শান্তি | ১৯৭৩ |
৩ | হেনরি এ কিসিংগার | শান্তি | ১৯৭৩ |
মরোণোত্তর বিজেতাগণ (Posthumous Winners)
নং | নাম | ক্ষেত্র | সাল |
---|---|---|---|
১ | এরিক অ্যাক্সেল কার্লফেল্ডট | সাহিত্য | ১৯৩১ |
২ | ভ্যাগ হ্যামারস্কজোল্ড | শান্তি | ১৯৬১ |
খেতাব বিজেতা আমেরিকার রাষ্ট্রপতিগণ (Award to America President)
নং | নাম | ক্ষেত্র | সাল |
---|---|---|---|
১ | থিওডর রুজভেল্ট | শান্তি | ১৯০৬ |
২ | উডরো উইলসন | শান্তি | ১৯১৯ |
৩ | জিমি কার্টার | শান্তি | ২০০২ |
৪ | বারাক ওবামা | শান্তি | ২০০৯ |
নোবেল শান্তি পুরস্কার বিজেতা সংস্থা সমূহ (Nobel Prize Winner Organisations)
নং | সংস্থা | সাল |
---|---|---|
১ | ইন্স্টিটিউট অফ ইন্টারন্যাশনাল | ১৯০৪ |
২ | ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রশ | ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ |
৩ | রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী | ১৯৮৮ |
৪ | রাষ্ট্রসংঘের হাইকমিশনার ফর রিফিউজি | ১৯৫৪, ১৯৬১ |
৫ | ইউনিসেফ | ১৯৬৫ |
৬ | ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আই এল ও) | ১৯৬৯ |
৭ | অ্যামনেস্টি | ১৯৭৭ |
৮ | ইন্টারন্যাশনাল ফিজিসিয়ান্স্ ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার | ১৯৮৫ |
৯ | মেডিসিনস্ স্যানস ফ্রন্টিয়ারস (এম এস এফ) অর ডক্টরস উইদাউট বর্ডার | ১৯৯৯ |
১০ | ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি | ২০০৫ |
১১ | গ্রামীণ ব্যাংক (বাংলাদেশ) | ২০০৬ |