logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

আন্তর্জাতিক সংস্থা ও দল


দ্য কমনওয়েলথ

  • শুরুতে এর নাম ছিল “দ্য ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস্‌" । যে সমস্ত শাসনকর্তা এবং স্বাধীন দেশ ব্রিটিশ সাম্রাজ্য সংগঠিত করেছিল এটা তাদের সমিতি।
  • সদস্য সংখ্যা- ৫৪
  • প্রধান কার্যালয়- লন্ডন
  • ব্রিটিশ রাজ (রানি এলিজাবেথ দ্বিতীয়) কমনওয়েলথ-এর প্রধান হিসাবে গণ্য।
  • কমনওয়েলথ অন্তর্ভুক্ত দেশের সরকারের প্রধানদের সম্মেলন (CHOGM) প্রতি ২ বছর অন্তর অনুষ্ঠিত হয়।

আরব লিগ (Arab League)

  • স্থাপিত- ১৯৪৫ সালের ২২শে মার্চ
  • উদ্দেশ্য- অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সহায়তা বৃদ্ধি করা।
  • সদস্য সংখ্যা- ২২
  • প্রধান কার্যালয়- কায়রো

এশিয়া প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (Asia Pacific Co-Operation)

  • স্থাপিত- ১৯৮৯ সালের নভেম্বর মাসে
  • উদ্দেশ্য- প্রশান্ত মহাসাগরের অববাহিকা অঞ্চলে বাণিজ্য এ লগ্নি বৃদ্ধি করা
  • সদস্য সংখ্যা- ২১
  • প্রধান কার্যালয়- সিঙ্গাপুর

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (Asian Development Bank)

  • স্থাপিত- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
  • উদ্দেশ্য- প্রাদেশিক, অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি করা
  • সদস্য সংখ্যা- ৬৭
  • প্রধান কার্যালয়- ম্যানিলা

অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশ্‌ন্‌স্‌ (Association of South-East Asian Nations)

  • স্থাপিত- ১৯৬৭ সালের ৮ই আগস্ট
  • উদ্দেশ্য- সাউথ-ইস্ট এশিয়ার অকমিউনিস্ট দেশগুলির মধ্যে প্রাদেশিক, অর্থনৈতিক, সামাজিক এবং সংস্কৃতিক সহায়তা বৃদ্ধি করা।

কমনওয়েলেথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (Commonwealth of Independent States)

  • স্থাপিত- ১৯৯১ সালের ৮ই ডিসেম্বর
  • উদ্দেশ্য- আন্তঃসদৃশ ভালো সম্পর্কের সমন্বয় সাধন এবং ইউ এস এস আর-এর নিয়ম মাফিক পতনের ক্ষেত্র প্রস্তুত করা।
  • সদস্য সংখ্যা- ১১
  • প্রধান কার্যালয়- কিরাভা (বেলারুশ)

গ্রুপ অফ ৮ (Group-8 : G-8)

  • স্থাপিত- ১৯৮৫ সালের ২২শে সেপ্টেম্বর।
  • উদ্দেশ্য- প্রধান অকমিউনিস্ট অর্থনৈতিক শক্তিধর দেশগুলির মধ্যে সহায়তা বৃদ্ধি করা।
  • সদস্য – ফ্রান্স, জার্মানি, জাপান, ইউ কে, ইউ এস, কানাডা, ইতালি এবং রাশিয়া (পরে যুক্ত)।

গ্রুপ অফ ১৫ (Group-15 : G-15)

  • স্থাপিত- ১৯৮৯
  • উদ্দেশ্য- উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি করা।
  • সদস্য –১৭

গ্রুপ অফ ২০ (Group-20 : G-20)

  • স্থাপিত- ১৯৯৯
  • উদ্দেশ্য- আন্তর্জাতিক আর্থিক পদ্ধতির অন্তর্ভুক্তি বিষয়ে সহায়তা ও আলোচনা।
  • সদস্য –২০

গ্রুপ অফ ৭৭ (Group-77 : G-77)

  • স্থাপিত- অক্টোবর, ১৯৬৭
  • উদ্দেশ্য- উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি করা।
  • সদস্য –১৩১

ইন্টারন্যাশানাল ক্রিমিন্যাল পুলিশ অর্গানাইজেশন (International Criminal Police Organisation: Interpol)

  • স্থাপিত- ১৯১৪
  • উদ্দেশ্য- সমস্ত পুলিশ আধিকারিকদের মধ্যে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা
  • সদস্য সংখ্যা- ১৯০
  • প্রধান কার্যালয়- ফ্রান্স

ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটি (International Olympic Commitee)

  • স্থাপিত- ১৮৯৪ সালের ২৩শে জুন
  • উদ্দেশ্য- অলিম্পিক আদর্শের প্রচার এবং অলিম্পিক গেমস-এর আয়োজন করা।
  • সদস্য সংখ্যা- ১০৫ জন সক্রিয় সদস্য, ৩২ জন সাম্মানিক সদস্য।
  • প্রধান কার্যালয়- লাওসেন, সুইজারল্যান্ড

ইন্টারন্যাশানাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (International Organisation for Standardaisation)

  • স্থাপিত- ফেব্রুয়ারি, ১৯৪৭
  • উদ্দেশ্য- আন্তর্জাতিক মান-উন্নতির প্রসার
  • সদস্য সংখ্যা- ১৬৩
  • প্রধান কার্যালয়- সুইজারল্যান্ড

ইন্টারন্যাশানাল রেডক্রশ অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট (International and Red Crescent Movement)

  • স্থাপিত- ১৯২৮
  • উদ্দেশ্য- বিশ্বব্যাপী মানবতাবাদী সাহায্যের প্রচার
  • প্রধান কার্যালয়- জেনিভা

নন্‌ অ্যালাইন্ড মুভমেন্ট (Non-Aligned Movement)

  • স্থাপিত- সেপ্টেম্বর, ১৯৬১
  • উদ্দেশ্য- রাজনৈতিক সহায়তা এবং এটাকে ইউ এস এ এবং ইড এস এস আর উভয়ের থেকে পৃথক রাখা (ঠান্ডা যুদ্ধের সময়)।
  • সদস্য সংখ্যা -১২০
  • এই ধারণা আনয়নের কৃতিত্ব পণ্ডিত জওহরলাল নেহেরুর। অন্যান্য অংশগ্রহণকারীরা হলেন মার্শাল টিটো (যুগোশ্লোভিয়ার রাষ্ট্রপতি), ডঃ সুকর্ণ (ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি) এবং জেনারেল নাসের (মিশরের রাষ্ট্রপতি)। ইন্দোনেশিয়ার ব্যানডাং সম্মেলন ছিল ‘নাম’-এর জন্মের আঁতুড়ঘর।

ইউরোপীয়ান ইউনিয়ন (European Union)

  • স্থাপিত- ১৯৬৫ সালের ৮ই এপ্রিল। কার্যকরী হয়েছিল ১৯৬৭ সালের ১লা জুলাই।
  • উদ্দেশ্য- ঐক্যবদ্ধ্য ইউরোপ তৈরি করা যেখানে সদস্য দেশগুলির মধ্যে এমন অর্থনৈতিক এবং রাজনৈতিক বন্ধন থাকবে যে পুনরায় যুদ্ধের ঘটনা বন্ধ হবে।
  • সদস্য সংখ্যা- ২৭(২০০৪ সালে যোগদানকারী দশটি দেশ হল সাইপ্রাস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিযুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং স্লোভানিয়া) (রোমানিয়া এবং বুলগেরিয়া যোগদান করেছিল ২০০৭ সালে)। ক্রোয়েশিয়া যোগদান করেছিল ২০১৩ সালে। (২০১৬ সালে ইউনাইটেড কিংডম বেরিয়ে যায়)।
  • প্রধান কার্যালয়- ব্রাসেলস (বেলজিয়াম)। সর্বজনগ্রাহ্য ইউরোপীয় মুদ্রা ‘ইউরো’ চালু হয় ১৯৯৯ সালের ১লা জানুয়ারি।
  • ২০১২ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল।

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (North Atlantic Treaty Organisation)

  • স্থাপিত- ১৯৪৯ সালের ৪ঠা এপ্রিল।
  • উদ্দেশ্য- সামরিক ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও সহায়তা।
  • সদস্য- ২৮
  • প্রধান কার্যালয়- ব্রাসেলস

অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ (Organisation of Petrol Exporting Countries)

  • স্থাপিত- সেপ্টেম্বর, ১৯৫৯
  • উদ্দেশ্য- উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বমূল্য নির্ধারণের চেষ্টা করা ও ব্যবসায় আগ্রহীদের সদস্য করা এবং উন্নতি করা।
  • সদস্য- ১৪ (আলজিরিয়া, ইকুয়েডর, গাবোন ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, ইউ এ ই, নাইজেরিয়া, কাতার, সৌদি আরবিয়া, অ্যাঙ্গোলা এবং ভেনিজুয়েলা, কঙ্গো)।
  • প্রধান কার্যালয়- ভিয়েনা (অস্ট্রিয়া)

সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (SAARC)

  • স্থাপিত- ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর।
  • উদ্দেশ্য- অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা বাড়ানো।
  • সদস্য- বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্থান।
  • প্রধান কার্যালয়- কাঠমান্ডু

ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন (WMO)

  • স্থাপিত- ১৯৪৭ সালের ১১ই অক্টোবর, কার্যকরি হয়েছিল ১৯৫১ সালের ৪ঠা এপ্রিল।
  • উদ্দেশ্য- আবহাওয়া সংক্রান্ত সহায়তার জন্য রাষ্ট্রসংঘের বিশেষ সহযোগী।
  • সদস্য- ১৮৮
  • প্রধান কার্যালয়- জেনিভা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (AI)

  • স্থাপিত- ১৯৬১
  • উদ্দেশ্য- বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনার উপর লক্ষ রাখা
  • প্রধান কার্যালয়- লণ্ডন
  • নোবেল ‘শান্তি’ পুরস্কার পেয়েছিল ১৯৭৭ সালে।

অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কো-অপারেশন (OIC)

  • স্থাপিত- ১৯৬৯
  • উদ্দেশ্য- সদস্যদের মধ্যে ইসলামিক ঐক্য স্থাপন করা এবং সহায়তা দূর করা।
  • সদস্য- ৫৭
  • প্রধান কার্যালয়- জেড্ডা, সৌদি আরবিয়া

ওয়ার্ল্ড ওয়াইড ফাণ্ড ফর নেচার (WWF)

  • স্থাপিত- সেপ্টেম্বর ১১, ১৯৬১
  • উদ্দেশ্য- বন্যপ্রানীদের বিলোপ হওয়া থেকে রক্ষা করা।
  • সদস্য- বিশ্বের সমস্ত দেশ
  • প্রধান কার্যালয়- গ্লান্ড (সুইজারল্যান্ড)

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন(SCO)

  • স্থাপিত- জুন ৭, ২০০২
  • উদ্দেশ্য- পারস্পরিক সহায়তা বাড়ানো
  • সদস্য- রাশিয়া, চিন, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরঘিজস্তান এবং তাজিকিস্তান, ভারত ও পাকিস্থান।

স্কাউটস্‌ অ্যান্ড গাইডস্‌ (SG)

  • স্থাপিত- ১৯০৭ সালে লেঃ জেনাঃ বাডেন পাওয়েলের দ্বারা।
  • উদ্দেশ্য- ভালো চরিত্র গঠন, ঈশ্বর ও দেশের প্রতি নিষ্ঠা, অন্যদের সাহায্য এবং শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে উৎসাহ দান করা।
  • সদস্য- প্রায় ১৩ মিলিয়ন সদস্য ১১৫টা দেশে
  • ওয়ার্ল্ড স্কাউটস্‌ ব্যুরো- জেনিভা (সুইজারল্যান্ড)।