logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

ইসরো সহযোগী উল্লেখযোগ্য সংস্থাসমূহ (Prime Isro Establishment)


বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভি এস এস সি), ত্রিবান্দ্রম

  • রকেট উৎক্ষেপণ যান-এর উন্নতি সাধন।


সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা।

  • উৎক্ষেপণ কেন্দ্র এবং জ্বালানি উৎপাদন কেন্দ্র।


ইসরো স্যাটেলাইট সেন্টার (এস এস সি), বেঙ্গালুরু।

  • মহাকাশযানের প্রধান কাঠামোর উন্নতি সাধন।


স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (এস এ সি), আমেদাবাদ।

  • স্পেস অ্যাপলিকেশন-এর প্রধান কেন্দ্র এবং স্পেস্‌ক্র্যাফট পেলোড-এর উন্নতি সাধন।


অক্‌জিলিয়ারি প্রোপাল্‌সন সিস্টেম ইউনিট (এ পি এস ইউ), বেঙ্গালুরু এবং ত্রিবান্দ্রম।

  • উৎক্ষেপণ যান এবং মহাকাশযানের প্রোপাল্‌সন কন্ট্রোল প্যাকেজ-এর উন্নতি।


ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট (ডি ই সি ইউ), আমেদাবাদ।

  • উন্নতি ও শিক্ষামূলক দূরদর্শনের অনুষ্ঠান প্রস্তুতকারক।

  • ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কম্যান্ড নেটওয়ার্ক (ইসট্র্যাক)।

  • শ্রীহরিকোটা, কোভালপুর, তিরুবনন্তপুরম, কার নিকোবর এবং আমেদাবাদ এই পাঁচটি ভূকেন্দ্রের প্রধান কার্যালয় বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত।


ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি (NRSA) হায়দ্রাবাদ।

  • প্রাকৃতিক সম্পদ পরিমাপের জন্য দূরনিয়ন্ত্রিত অনুভূতি সম্পন্ন কার্যকরী ক্ষমতার ব্যবহার।

  • ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট স্পেস সেগমেন্ট প্রজেক্ট অফিস (Insat-Insspo)

  • ইনস্যাট-এর স্পেস সেগ্‌মেন্ট তৈরি ও তার ব্যবহার।

  • ইনস্যাট মহাকাশযানের প্রধান নিয়ন্ত্রক কেন্দ্র কর্ণাটকের হাসান-এ অবস্থিত। দ্বিতীয় কেন্দ্র ভূপালে অবস্থিত।


ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (PRL) আমেদাবাদ

  • বহির্বিশ্বে গবেষণার জন্য।


থুম্বা ইকুয়াটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন (TERLS)

  • এটি ইউ এস-এর সহযোগিতায় কেরালার তিরুবনন্তপূরম নিকট রকেট উৎক্ষেপণের সুবিধা সহ তৈরি।

  • একটি উদ্যোগ যা কাজ শুরু করেছিল ১৯৬৩ সালে।


রকেট প্রপ্রেল্যান্ট প্লান্ট (RPP)থুম্বা

  • এটি কাজ শুরু করেছিল ১৯৬৯ সালে এবং রকেট উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় কঠিন জ্বালানি উৎপাদন করে।


এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট কমিউনিকেশন আর্থ স্টেশন (ESCES) আমেদাবাদ

  • উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করার জন্য স্থাপিত হয়েছিল ১৯৬৭ সালে।


স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট (SITE) আমেদাবাদ

  • যৌথভাবে দূরদর্শনের প্রায়োগিক কাজ সম্পাদনার উদ্দেশ্যে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।


এক্সপেরিমেন্ট্যাল স্যাটেলাইট কমিউনিকেশন আর্থ স্টেশন (ESCES) আরভি, পুনে

  • ভারতের প্রথম ভূপৃষ্ঠ উপগ্রহ যোগাযোগ কেন্দ্র। এটি কাজ করে ভারত মহাসাগরে উপরে অবস্থিত ইনস্যাট উপগ্রহের মাধ্যমে। দ্বিতীয় কেন্দ্র খোলা হয়েছিল দেরাদুনে।


ন্যাশনাল মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার রোডার ফেলিসিটি (এন এম আর এফ)-গাদাঙ্কি (তিরুপতির নিকট)