সাহিত্য এবং সাংবাদিকতা পুরস্কার (Literary and Journalism Awards)
ম্যান বুকার প্রাইজ (Man Booker Prize)
ম্যান বুকার প্রাইজ যার ফিকশন্ একটি বাৎসরিক সাহিত্য পুরস্কার। কমলওয়েল্থ্-এর অন্তর্ভুক্ত দেশ সমূহ, আয়ারল্যাণ্ড বা জিম্বাবোয়ের কোনো অধিবাসীর ইংরেজি ভাষায় নিজের লেখা পূর্ণ দৈর্ঘ্যের সেরা উপন্যাসকে এই পুরস্কার প্রদান করা হয়।
বুকার পুরস্কার সম্পাদিত হয় অনেক প্রত্যাশা ও উচ্চগ্রামে। এই পুরস্কারের জন্য শেষ তালিকায় স্থান পাওয়া ছারাও শুধুমাত্র ‘লম্বা তালিকার’ জন্য মনোনীত হওয়াই লেখকদের কাছে একটি আলাদা মাত্রা যোগ করে।
আমেরিকার পুলিৎজার পুরস্কারের মতো এই পুরস্কারও ১৯৬৮ সালে বুকার কোম্পানি এবং ব্রিটিশ পাবলিশার্স অ্যাসোসিয়েশন দ্বারা স্থাপিত হয়। আন্তর্জাতিক কোম্পানির শেয়ার বিক্রেতা ম্যান গ্রুপ স্পন্সরশিপের দায়িত্ব নেওয়ার পর বুকার পুরস্কারের নতুন নাম হয় ম্যান বুকার প্রাইজ।
ভারতীয় প্রাপকগণ (Indian Recipients)
নং | লেখক | বই | বছর |
---|---|---|---|
১ | ভি. এস. নাইপল | ইন এ ফ্রী স্টেট | ১৯৭১ |
২ | রুথ প্রয়ার ঝাভালা | হিট অ্যান্ড ডাস্ট | ১৯৭৫ |
৩ | সলমন রুশদি | মিডনাইটস চিল্ড্রেন্ | ১৯৮১ |
৪ | অরুন্ধতী রায় | দ্য গড অফ স্মল থিংস | ১৯৯৭ |
৫ | কিরণ দেশাই | দ্য ইনহেরিট্যান্স অফ লস্ | ২০০৬ |
৬ | অর্বিন্দ্ আদিগা | দ্য হোয়াইট টাইগার | ২০০৮ |
ফ্রান্জ্ কাফকা প্রাইজ (Franz Kafka Prize)
এই আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার জার্মান ঔপন্যাসিক ফ্রান্জ কাফকার সম্মানে প্রদান করা হয়।
এই পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল ২০০১ সালে এবং ফ্রান্জ্ কাফ্কা সোসাইটি ও চেক রিপাবলিকের দ্য সিটি প্রাগ হচ্ছে এর কো-স্পনসর।
প্রাপককে ১০,০০০ ডলার, একটি ডিপ্লোমা এবং একটি ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয়। এই পুরস্কার ‘কাফকা প্রাইজ’ বা কাফ্কা অ্যাওয়ার্ড নামে খ্যাত।
উওমেন্স্ প্রাইজ ফর ফিকশন (Women’s Prize for Fiction)
আগে পরিচিত ছিল অরেঞ্জ প্রাইজ ফর ফিকশন (২০০৮-২০১২) নামে এবং অরেঞ্জ ব্রডব্যান্ড প্রাইজ ফর ফিকশন (১৯৯৬-২০০৮) নামে। আগের বছর ইউনাইটেড কিংডম-এ প্রকাশিত যে-কোনো দেশের মহিলা লেখকের ইংরেজি ভাষায় নিজের লেখা পূর্ণ দৈর্ঘ্যের সেরা উপন্যাসকে ইউনাইটেড কিংডম-এর এই অন্যতম সেরা সম্মানীয় বাৎসরিক সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
এই পুরস্কারে প্রথমে স্পন্সর্ করেছিল একটি টেলিকমিউনিকেশন কোম্পানি ‘অরেঞ্জ’। ২০১২ সালের মে মাসে ‘অরেঞ্জ’ কোম্পানি ঘোষণা করেছিল যে তারা এই পুরস্কারে স্পনসর করা বন্ধ করছে। সেইমতো ২০১২ সালের অক্টোবর মাসে এই পুরস্কার উওমেন্স্ প্রাইজ ফর ফিকশন নামে আনুষ্ঠানিক পরিচিতি লাভ করে এবং চেরি ব্লেয়ার-এর নেতৃত্বে ‘বেসরকারি শুভানুধ্যায়ীরা’ এবং লেখিকা জোয়ানা ট্রোলোপ ও এলিজাবেথ বুকেন স্পন্সর্শিপের দায়িত্ব গ্রহণ করেন।
পুলিৎজার প্রাইজ (Pulitzer Prize)
খবরের কাগজ ও বৈদ্যুতিন মাধ্যমে সাংবাদিকতা, সাহিত্য এবং সুরসৃষ্টিতে কৃতিত্বের জন্য এই ইউ এস পুরস্কার দেওয়া হয়।
হাঙ্গেরিতে জন্ম আমেরিকান প্রকাশক যোশেফ পুলিৎজার-এর উইলের শর্তানুযায়ী ১৯১৭ সালে এই পুরস্কার স্থাপিত হয়েছিল এবং নিউইয়র্ক সিটিতে কলম্বিয়া ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত হয়।
প্রতিবছর একুশটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে কুড়িটি বিভাগে প্রত্যেক বিজেতা একটি শংসাপত্র এবং নগদ ১০,০০০ ডলার পুরস্কার পায়। সাংবাদিকতার ‘জনসেবা’ বিভাগের প্রতিযোগিতায় বিজেতাকে সোনার পদক প্রদান করা হয়।