প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থানসমূহ (Defence Production Undertakings)
বর্তমানে আটটি পাবলিক-সেক্টর অ্যান্ডারটেকিংস (পি এস ইউস) অর্থাৎ সরকার অধিকৃত সংস্থা প্রতিরক্ষা উৎপাদন ও সরবরাহ বিভাগের অধীনে কাজ করছে। তারা হল-
হিন্দুস্থান এরোনটিক্স্ লিমিটেড (HAL): এর ১২টি কারখানা বা ফ্যাক্টরি আছে- বেঙ্গালুরু(৫টি কারখানা), কোরাপুট, নাসিক, কারোয়ার, কানপুর, লখনউ, ব্যারাকপুর এবং হায়দ্রাবাদ। এরা বিভিন্ন ধরণের উড়োজাহাজের নকশা করে, উৎপাদন করে এবং সংস্কার করে।
ভারত ইলেক্ট্রনিকস লিমিটেড (BEL): এর ৯টি কারখানা বা ফ্যাক্টরি আছে- বেঙ্গালুরু, গাজিয়াবাদ, পুনে, মছিলিপত্তনম্, তাজেলা (মহারাষ্ট্র), পাঁচখুলা (হরিয়ানা), কোট্দ্বার (উত্তরাঞ্চল), হায়দ্রাবাদ এবং চেন্নাই। এরা বৈদ্যুতিন সরঞ্জামের নকশা, উন্নয়ন ও তৈরির কাজে যুক্ত।
ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML): এর ৩টি কারখানা আছে- বেঙ্গালুরু, মাইসোর এবং কোলার স্বর্ণভূমি যেখানে ভারী সরঞ্জাম যেমন বুলডোজারস্, ডাম্পারস্, লোডারস্, ক্রেনস্ প্রভৃতি প্রস্তুত করা হয়।
ভারত ডায়ানামিকস্ লিমিটেড (BDL): এটি হায়দ্রাবাদে অবস্থিত এবং নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র তৈরি করে।
মাজগাঁও ডক লিমিটেড (MDL): এটি মুম্বাইয়ে অবস্থিত এবং অন্যান্য কাজের সঙ্গে জাহাজ তৈরির কাজেও যুক্ত।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স্ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (GRSE): এটি কলকাতায় অবস্থিত এবং যুদ্ধজাহাজ ও নৌবাহিনী ও উপকূলরক্ষীদের বিভিন্ন জলযান তৈরি করে ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত।
গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL): এরা জাহাজ এবং বিভিন্ন জলযান তৈরি ও মেরামত করে।
মিশ্র ধাতু নিগম লিমিটেড (MIDHANI): এটি হায়দ্রাবাদে অবস্থিত এবং আণবিক শক্তি, বিমান, মহাকাশ প্রভৃতির জন্য সুপরিকল্পিতভাবে বিশেষ ধাতু এবং ধাতু-সংকর তৈরি করা হয়।