বিজ্ঞান পুরস্কার (Science Award)
যমনালাল বাজাজ পুরস্কার
এই ভারতীয় পুরস্কার দেওয়া হয় গান্ধিজির ন্যায় মূল্যবোধ, সামাজিক কাজ এবং সামাজিক উন্নতির বৃদ্ধিতে অংশগ্রহণ করা জন্য।
বাজাজ গ্রুপের যমনালাল বাজাজ ফাউন্ডেশন কর্তৃক ১৯৭৮ সালে প্রচলিত এই বাৎসরিক পুরস্কার সাধারণত ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা কোনো নেতৃত্ব স্থানীয় ব্যক্তির দ্বারা প্রদান করা হয়।
মানব-হিতৈষী ও গান্ধিজির ঘনিষ্ট সহযোগী যমনালাল বাজাজ-এর স্মৃতিতে ১৯৭৭ সালে এই ফাউন্ডেশন তৈরি হয়েছিল। তাঁর জন্মদিন ৪ঠা নভেম্বরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
এই পুরস্কারে একটি মানপত্র, একটি ট্রফি এবং ৫ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। এই পুরস্কার চারটি বিভাগে দেওয়া হয়।
- ১. গঠনমূলক কাজ।
- ২. গ্রামীণ উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার।
- ৩. মহিলা ও শিশুদের উন্নতির অসাধারণ অবদান (জানকি দেবী বাজাজের স্মৃতিতে ১৯৮০ সালে স্থাপিত)।
- ৪. ভারতের বাইরে গান্ধিজির মূল্যবোধ প্রচার করার জন্য আন্তর্জাতিক পুরস্কার (১৯৮৮ সালে যমনালাল বাজাজ-এর জন্মশতবার্ষিকীতে চালু এই পুরস্কার কোনো বিদেশি ব্যক্তিত্বকে দেওয়া হয়)।
বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার
এই বিজ্ঞানে এটি ভারতের সর্বোচ্চ পুরস্কার।
জীবনবিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, প্রযুক্তি বিদ্যা, গণিত, ঔষধ এবং পদার্থ বিদ্যায় মৌলিক বা ব্যবহারিক ক্ষেত্রে প্রসিদ্ধ ও অসাধারণ গবেষণার জন্য এই পুরস্কার কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সি এস আই আর) কর্তৃক প্রদত্ত।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর প্রতিষ্ঠাতা ডাইরেক্টর শান্তি স্বরূপ ভাটনগরের নামানুসারে এই পুরস্কার নামাঙ্কিত। এই পুরস্কার প্রথম প্রদান করা হয় ১৯৫৮ সালে।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণায় যুক্ত যে-কোনো ৪৫ বছর বয়স্ক ভারতীয় নাগরিক এই পুরস্কারের যোগ্য। প্রাথমিকভাবে ভারতে আগের পাঁচ বছরের কাজের অবদান এই পুরস্কারের জন্য বিবেচিত হয়।
এই পুরস্কারে দেওয়া হয় একটি মানপত্র, একটি ফলক এবং নগদ ৫,০০,০০০ টাকার অর্থ পুরস্কার। এর সঙ্গে প্রাপক ৬৫ বছর বয়স পর্যন্ত মাসিক ১৫,০০০ টাকা পান।
বোরলাগ পুরস্কার
প্রথিতযশা ভারতীয় বিজ্ঞানীদের কৃষি ও পরিবেশ ক্ষেত্রে গবেষণা ও অবদানের স্বীকৃতি স্বরূপ একটি সার কোম্পানি করোমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড এই সম্মান ও পুরস্কার প্রদান করে।
নোবেল পুরস্কার জয়ী নরম্যান ই বোরলাগ-এর নামাঙ্কিত এই পুরস্কার ১৯৯২ সালে স্থাপিত।
এই পুরস্কারে নগদ ৫ লক্ষ টাকা, একটি সোনার মেডেল এবং একটি মানপত্র দেওয়া হয়।
ডঃ বি. সি. রায় পুরস্কার
ভারতের মেডিক্যাল কাউন্সিল ডঃ বি সি রায়-এর স্মৃতি রক্ষার্থে ১৯৭৬ সালে বিধা চন্দ্র রায় পুরস্কার চালু করে।
নিম্নলিখিত বিভাগে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়- দেশের সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথিতযশা চিকিৎসক, দর্শনশাস্ত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, শিল্পকলায় নাম করা ব্যক্তিত্ব।
জুলাই মাসের ১ তারিখে অর্থাৎ জাতীয় চিকিৎসক দিবসে নিউ দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করে।
এই পুরস্কারে একটি রূপার মেডেল, শংসাপত্র এবং নগদ ১ লক্ষ টাকা দেওয়া হয়।
হোমি ভাবা পুরস্কার
১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কার আণবিক শক্তি গবেষণা ক্ষেত্রে দেওয়া হয়।
এই পুরস্কারে ৫ লক্ষ টাকা এবং একটি মানপত্র দেওয়া হয়।
বিক্রম সারাভাই পুরস্কার
১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কার মহাকাশ গবেষণা ক্ষেত্রে দেওয়া হয়।
এই পুরস্কারে ৫ লক্ষ টাকা, মেডেল এবং একটি শংসাপত্র দেওয়া হয়।
জি. ডি. বিড়লা পুরস্কার
কে কে বিড়লা ফাউন্ডেশন বৈজ্ঞানিক গবেষণার জন্য জি. ডি. বিড়লা পুরস্কার প্রদান করে।
এই পুরস্কারে ১.৫ লক্ষ টাকা এবং একটি শংসাপত্র দেওয়া হয়।