logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

ভারতের আন্তর্জাতিক পুরস্কার (Indian’s International Awards)


আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার (International Gandhi Peace Prize)

  • ১৯৯৫ সালে ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারত সরকার মহাত্মা গান্ধীর আদর্শের প্রতি শ্রদ্ধাবশত এই পুরস্কার চালু করে।

  • এই বার্ষিক পুরস্কার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় অহিংসা ও অন্যান্য গান্ধিবাদী নীতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ। এই পুরস্কারের মাধ্যমে দেওয়া হয় ১০ মিলিয়ন টাকা যা পৃথিবীর যে-কোনো দেশের মুদ্রায় পরিবর্তনযোগ্য, একটি কারুকাজ করা ধাতুনির্মিত ফলক এবং একটি মানপত্র। এই পুরস্কার পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য।

  • ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, ভারতের প্রধান বিচারপতি এবং আরও দুজন বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রতি বছর পুরস্কারের প্রাপক স্থির করেন।


জওহরলাল নেহেরু অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (আন্তর্জাতিক মতৈক্যর জন্য জওহরলাল নেহেরু পুরস্কার)

  • ১৯৬৫ সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এই পুরস্কার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আই সি সি আর)-এর পরিচালনাধীন।

  • বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক মতৈক্য ও সুনাম বৃদ্ধিতে ব্যক্তিবর্গের অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

  • এই পুরস্কারের অর্থমূল্য ১ কোটি টাকা।


ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল পিস, ডিস্‌আরম্যামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আন্তর্জাতিক শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নতির জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার)

  • যে সকল ব্যক্তিবর্গ ও সংস্থাগুলি আন্তর্জাতিক শান্তি ও একটি অর্থনৈতিক বিন্যাস ঘটাতে; বৈজ্ঞানিক আবিষ্কার মানব কল্যাণে বেশি ব্যবহার বাড়াতে সৃষ্টিমূলক উদ্যোগ নেয় তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মানজনক বাৎসরিক পুরস্কার প্রদান করা হয়।

  • এই পুরস্কারে নগদ ২৫ লক্ষ টাকা এবং একটি মানপত্র দেওয়া হয়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মনোনীত ব্যক্তিদের তালিকা থেকে পুরস্কার প্রাপককে বেছে নেওয়া হয়।