ভারতের আন্তর্জাতিক পুরস্কার (Indian’s International Awards)
আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার (International Gandhi Peace Prize)
১৯৯৫ সালে ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারত সরকার মহাত্মা গান্ধীর আদর্শের প্রতি শ্রদ্ধাবশত এই পুরস্কার চালু করে।
এই বার্ষিক পুরস্কার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় অহিংসা ও অন্যান্য গান্ধিবাদী নীতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ। এই পুরস্কারের মাধ্যমে দেওয়া হয় ১০ মিলিয়ন টাকা যা পৃথিবীর যে-কোনো দেশের মুদ্রায় পরিবর্তনযোগ্য, একটি কারুকাজ করা ধাতুনির্মিত ফলক এবং একটি মানপত্র। এই পুরস্কার পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য।
ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, ভারতের প্রধান বিচারপতি এবং আরও দুজন বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রতি বছর পুরস্কারের প্রাপক স্থির করেন।
জওহরলাল নেহেরু অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (আন্তর্জাতিক মতৈক্যর জন্য জওহরলাল নেহেরু পুরস্কার)
১৯৬৫ সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এই পুরস্কার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আই সি সি আর)-এর পরিচালনাধীন।
বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক মতৈক্য ও সুনাম বৃদ্ধিতে ব্যক্তিবর্গের অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
এই পুরস্কারের অর্থমূল্য ১ কোটি টাকা।
ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল পিস, ডিস্আরম্যামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আন্তর্জাতিক শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নতির জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার)
যে সকল ব্যক্তিবর্গ ও সংস্থাগুলি আন্তর্জাতিক শান্তি ও একটি অর্থনৈতিক বিন্যাস ঘটাতে; বৈজ্ঞানিক আবিষ্কার মানব কল্যাণে বেশি ব্যবহার বাড়াতে সৃষ্টিমূলক উদ্যোগ নেয় তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মানজনক বাৎসরিক পুরস্কার প্রদান করা হয়।
এই পুরস্কারে নগদ ২৫ লক্ষ টাকা এবং একটি মানপত্র দেওয়া হয়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মনোনীত ব্যক্তিদের তালিকা থেকে পুরস্কার প্রাপককে বেছে নেওয়া হয়।