কমনওয়েল্থ্ গেম্স্ (Commonwealth Games)
কমন্ওয়েল্থ্ দেশের অ্যাথলিট্রা কমন্ওয়েল্থ্ গেমস্-এর অন্তর্ভুক্ত। এই প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে এবং ১৯৫০ সালে আয়োজিত গেমস ছাড়া এই প্রতিযোগিতা প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হয়। এই গেমস তৃতীয়বার অনুষ্ঠিত হওয়ার ১২ বছর পর ১৯৫০ সালে আয়োজিত হয়েছিল। অলিম্পিক ও এশিয়ান গেমস এর পর এই গেমস তৃতীয় বৃহত্তম রকমারি খেলার প্রতিযোগিতা হিসাবে বর্ণিত।
প্রারম্ভিকে এই প্রতিযোগিতার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস এবং ১৯৫৪ সালে নাম পরিবর্তিত হয়ে ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমন্ওয়েলথ্ গেমস্ এবং ১৯৭০ সালে পুনরায় পরিবর্তিত হয়ে ব্রিটিশ কমন্ওয়েল্থ্ এবং ১৯৭৮ সালে বর্তমান নাম কমন্ওয়েল্থ্ গেম্স্ হয়েছিল।
বেশিরভাগ অলিম্পিক স্পোর্টস-এর মতন এই গেম্স্-এ সেইরকম কিছু খেলা অন্তর্ভুক্ত যেগুলি কমন্ওয়েলথ দেশগুলিতে প্রচলিত যেমন লন বাউল, রাগবি সেভেন এবং নেটবল।
মাত্র ছটি দল সমস্ত কমন্ওয়েলথ গেমস-এ যোগ দিয়েছিল : অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলেস্।
যদিও কমন্ওয়েলথ অফ নেশনস্-এ সদস্য সংখ্যা ৫৪ কিন্তু কমন্ওয়েলথ্ গেমস-এ ৭১টি দল অংশগ্রহণ করে কারণ ব্রিটিশ অধ্যুষিত সাগর পারের একালসমূহ, ক্রাউন নির্ভরশীল দেশগুলি এবং দ্বীপ রাজ্য সমূহ নিজস্ব পতাকা সহ এই প্রতিযোগিতায় যোগ দেয়। চারটি ঘরোয়া প্রাদেশিক রাজ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্স্ এবং নর্দান আয়ারল্যান্ড পৃথক দল পাঠায়।
১৯৩৪ সালে আয়োজিত দ্বিতীয় কমন্ওয়েল্থ্ গেমস-এ ভারত প্রথম অংশ গ্রহণ করেছিল।