logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

কমনওয়েল্‌থ্‌ গেম্‌স্‌ (Commonwealth Games)


  • কমন্‌ওয়েল্‌থ্‌ দেশের অ্যাথলিট্‌রা কমন্‌ওয়েল্‌থ্‌ গেমস্‌-এর অন্তর্ভুক্ত। এই প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে এবং ১৯৫০ সালে আয়োজিত গেমস ছাড়া এই প্রতিযোগিতা প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হয়। এই গেমস তৃতীয়বার অনুষ্ঠিত হওয়ার ১২ বছর পর ১৯৫০ সালে আয়োজিত হয়েছিল। অলিম্পিক ও এশিয়ান গেমস এর পর এই গেমস তৃতীয় বৃহত্তম রকমারি খেলার প্রতিযোগিতা হিসাবে বর্ণিত।

  • প্রারম্ভিকে এই প্রতিযোগিতার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস এবং ১৯৫৪ সালে নাম পরিবর্তিত হয়ে ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমন্‌ওয়েলথ্‌ গেমস্‌ এবং ১৯৭০ সালে পুনরায় পরিবর্তিত হয়ে ব্রিটিশ কমন্‌ওয়েল্‌থ্‌ এবং ১৯৭৮ সালে বর্তমান নাম কমন্‌ওয়েল্‌থ্‌ গেম্‌স্‌ হয়েছিল।

  • বেশিরভাগ অলিম্পিক স্পোর্টস-এর মতন এই গেম্‌স্‌-এ সেইরকম কিছু খেলা অন্তর্ভুক্ত যেগুলি কমন্ওয়েলথ দেশগুলিতে প্রচলিত যেমন লন বাউল, রাগবি সেভেন এবং নেটবল।

  • মাত্র ছটি দল সমস্ত কমন্‌ওয়েলথ গেমস-এ যোগ দিয়েছিল : অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলেস্‌।

  • যদিও কমন্‌ওয়েলথ অফ নেশনস্‌-এ সদস্য সংখ্যা ৫৪ কিন্তু কমন্‌ওয়েলথ্‌ গেমস-এ ৭১টি দল অংশগ্রহণ করে কারণ ব্রিটিশ অধ্যুষিত সাগর পারের একালসমূহ, ক্রাউন নির্ভরশীল দেশগুলি এবং দ্বীপ রাজ্য সমূহ নিজস্ব পতাকা সহ এই প্রতিযোগিতায় যোগ দেয়। চারটি ঘরোয়া প্রাদেশিক রাজ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্‌স্‌ এবং নর্দান আয়ারল্যান্ড পৃথক দল পাঠায়।

  • ১৯৩৪ সালে আয়োজিত দ্বিতীয় কমন্‌ওয়েল্‌থ্‌ গেমস-এ ভারত প্রথম অংশ গ্রহণ করেছিল।