logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

সৌন্দর্য্য প্রতিযোগিতা (Beauty Pageants)


মিস্‌ ইউনিভার্স

  • মিস্‌ ইউনিভার্স অর্গানাইজেশন প্রতি বছর এই আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজন করে।

  • ১৯৫২ সালে ক্যালিফোর্ণিয়ার বস্ত্র কোম্পানি প্যাসিফিক মিল্‌স এই প্রতিযোগিতা শুরু করেছিল। ১৯৯৬ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বারা অধিগৃহীত হওয়ার প্রাক্কালে কেসার রথ এবং পরে গা‌ল্ফ ও প্রাচ্য শিল্পসমূহ এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করত। এর প্রধান কার্যালয় আমেরিকার নিউইয়র্কে।

  • মিস ইউনিভার্সে ভারতীয় বিজেতারা হল-সুস্মিতা সেন (১৯৯৪) এবং লারা দত্ত (২০০০)।


মিস্‌ ওয়ার্ল্ড

  • এই সমারোহপূর্ণ অনুষ্ঠান হচ্ছে সবচেয়ে পুরানো আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতা। ১৯৫১ সালে ইউনাইটেড কিংডম-এ এরিফ মোরলে এই অনুষ্ঠান শুরু করেছিলেন। ২০০০ সালে মোরলের মৃত্যুর পর তাঁর স্ত্রী জুলিয়া মোরলে এই অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক।

  • বিজেতাকে এক বছর মিস্‌ ওয়ার্ল্ড অর্গানাইজেশনের প্রতিনিধি হিসাবে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয়। প্রথানুসারে এই সময় মিস্‌ ওয়ার্ল্ড লণ্ডনেই বসবাস করে।

  • মিস্‌ ওয়ার্ল্ড প্রতিযোগীতায় ভারতীয় বিজেতারা-রীতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তা মুখি (১৯৯৯), প্রিয়ঙ্কা চোপড়া (২০০০), মনীষা চেল্লুর (২০১৭)।


মিস্‌ আর্থ

  • ২০০১ সালে শুরু হওয়া এই বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে।

  • জাতীয় প্রতিযোগিতার সংখ্যা এবং চূড়ান্ত পর্বে প্রতিযোগীর সংখ্যার পরিপ্রেক্ষিতে মিস্‌ ইউনিভার্স ও মিস্‌ ওয়ার্ল্ড-এর ন্যায় মিস্‌ আর্থ বিশ্বের সেরা তিনটি সৌন্দর্য প্রতিযোগীতার একটি হিসাবে ধরা হয়।

  • দ্য ইউনাইটেড নেশ্‌ন্‌স্‌ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউ এন ই পি) এবং অন্যান্য পরিবেশ সংক্রান্ত সংস্থায় মিস্‌ আর্থ বিজেতা মিস্‌ আর্থ ফাউন্ডেশন-এর মুখপাত্র হিসাবে অংশগ্রহণ করে।

  • মিস্‌ আর্থ ফাউন্ডেশন বিভিন্ন অংশগ্রহণকারী দেশের পরিবেশ বিভাগ ও পরিবেশ মন্ত্রণালয়, বিভিন্ন বেসরকারি সংস্থা ও কর্পোরেশনস, গ্রিনপিস এবং ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন (ডব্লিউ ডব্লিউ এফ)-এর সঙ্গে কাজ করে।

  • মিস্‌ আর্থে ভারতীয় বিজেতা-নিকোলে ফারিয়া (২০১০)।


মিস্‌ ইন্ডিয়া

  • মিস্‌ ইন্ডিয়া অথবা ফেমিনা মিস্‌ ইন্ডিয়া হচ্ছে ভারতে অনুষ্ঠিত একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা যেখানে তিনজন বিজেতাকে মনোনীত করা হয় বিশ্বপ্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ফেমিনা মিস্‌ ইন্ডিয়া ওয়ার্ল্ড নিজেতা অংশগ্রহণ করে মিস্‌ ওয়ার্ল্ড প্রতিযোগিতা, ফেমিনা মিস্‌ ইন্ডিয়া আর্থ বিজেতা অংশগ্রহণ করে মিস্‌ আর্থ এবং তৃতীয় বিজেতা ফেমিনা মিস্‌ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অংশগ্রহণ করে মিস্‌ ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা।

  • এই প্রতিযোগিতা আয়োজন করে বেনেত, কোলম্যান অ্যান্ড কোং লিমিটেড দ্বারা প্রকাশিত মহিলা পত্রিকা ফেমিনা।

  • ফেমিনা মিস্‌ ইন্ডিয়া মনোনীত করত একজন বিজেতা ও দুজন রানার আপ যাদের পাঠানো হত আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে যেমন মিস্‌ ইউনিভার্স, মিস্‌ ওয়ার্ল্ড এবং মিস্‌ এশিয়া প্যাসিফিক। ১৯৯৫ সালে ফেমিনা মিস্‌ ওয়ার্ল্ড আয়োজকরা একজন বিজেতা ঘোষণা করার প্রথা তুলে দেয় পরিবর্তে আলাদা করে তিনজন বিজেতাকে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের হয়ে মিস্‌ ইউনিভার্স, মিস্‌ ওয়ার্ল্ড এবং মিস্‌ এশিয়া প্যাসিফিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, ২০০২ সালে তৃতীয় বিজেতাকে মিস্‌ এশিয়া প্যাসিফিক এর পরিবর্তে মিস্‌ আর্থ নামে ভূষিত করা হয়।

  • ২০০৭ সালে আয়োজকরা ঘোষণা করে যে ফেমিনা মিস্‌ ইন্ডিয়া প্রতিযোগিতায় কোনো রানার্স আপ থাকবে না। তিনজন বিজয়ীকে সমমর্যাদার গণ্য করা হবে। অতীতে মিস্‌ ইন্ডিয়া ইউনিভার্স বিজেতাকে প্রতিযোগিতার বিজয়ী এবং মিস্‌ ইন্ডিয়া ওয়ার্ল্ড বিজেতাকে রানার্স আপ ধরা হত।

  • ২০১০ সালে ফেমিনা মিস্‌ ইন্ডিয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং মিস্‌ ইউনিভার্স-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তৃতীয় বিজেতাকে যে অনুষ্ঠানে একসময় ঐতিহাসিকভাবে চুড়ান্ত পর্বের প্রতিযোগী পাঠানো হয়েছিল তার পরিবর্তে মিস্‌ ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পাঠানো হয়।