ভারতের মহাকাশ কর্মসূচি (Space Programme of India)
১৯৬২ সালে ইন্ডিয়ান ন্যাশানাল কমিটি ফর স্পেস রিসার্চ (INCOSPAR) স্থাপনের দ্বারা ভারতের মহাকাশ কর্মসূচি শুরু হয়েছিল।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) বেঙ্গালুরু স্থিত প্রধান কার্যালয় সহ স্থাপিত হয়েছিল ১৯৬৯ সালে।
স্পেস কমিশন স্থাপিত হয়েছিল ১৯৬২ সালে।
থুম্বা নিরক্ষীয় রকেট উত্থাপন কেন্দ্র তিরুবনন্তপুরম-এর কাছে ১৯৬৩ সালে স্থাপিত হয়েছিল রকেট উত্থাপনের সুবিধার্থে।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা-য় স্থাপিত হয়েছিল শ্রীহরিকোটা রেঞ্জ। পরে এর নাম পরিবর্তিত হয়ে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রাখা হয়।
ভারতের প্রথম উপগ্রহ যোগাযোগ ভূপৃষ্ঠ কেন্দ্র স্থাপিত হয় পুনের কাছে অরভি-তে।
উপগ্রহ প্রযুক্তিবিদ্যায় দক্ষতা আনয়নের উদ্দেশ্যে তিরুবনন্তপুরম-এ বিক্রম সারাভাই কর্তৃক বিক্রম সারাভাই স্পেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রথম ভারতীয় উপগ্রহ ‘আর্যভট্ট’ উত্থাপিত হয়েছিল ১৯৭৫ সালের ১৯শে এপ্রিল বৈকানুর (পূর্বের ইউ এস এস আর) থেকে।
ভারত দ্বিতীয় উপগ্রহ ‘ভাস্কর ১’ ১৯৭৯ সালের ৭ই জুন বৈকানুর থেকে উত্থাপন করেছিল।
প্রথম ভারতীয় দূর-অনুভূতি সম্পন্ন উপগ্রহ উত্থাপিত হয়েছিল ১৯৮৮ সালের ১৭ই মার্চ।
প্রথম ভারতীয় যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ ‘অ্যাপল’ উত্থাপিত হয় দক্ষিণ আমেরিকায় অবস্থিত ফ্রেঞ্চ গায়নার অন্তর্গত কোরো থেকে ১৯৮১ সালের ১৯শে জুন। এটাই ছিল প্রথম ভারতীয় উপগ্রহ যাকে জিওস্টেশনারী কক্ষপথে স্থাপন করা হয়েছিল।