ভারতীয় স্থলবাহিনী (Indian Army)
ভারতীয় স্থলবাহিনী সাতটি কম্যান্ড নিয়ে গঠিত
নং | কম্যান্ডস্ | প্রধান কার্যালয় | |
---|---|---|---|
১ | পশ্চিম কম্যান্ড | চন্ডিগড় | |
২ | পূর্ব কম্যান্ড | কলকাতা | |
৩ | উত্তর কম্যান্ড | উধমপুর | |
৪ | দক্ষিণ কম্যান্ড | পুনে | |
৫ | মধ্য কম্যান্ড | লখনউ | |
৬ | সেনা শিক্ষা কম্যান্ড | সিমলা | |
৭ | দক্ষিণ-পশ্চিম কম্যান্ড | জয়পুর |
প্রত্যেক কম্যান্ড-এর দায়িত্ব একজন জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ থাকে যে পদাধিকার বলে লেফট্যান্যান্ট জেনারেল।
কম্যান্ডগুলি আবার এরিয়া এবং সাব-এরিয়া অনুযায়ী বিভক্ত, এরিয়ার দায়িত্বে থাকে একজন মেজর জেনারেল এবং সাব-এরিয়ার দায়িত্বে থাকে একজন ব্রিগেডিয়ার।