logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

জাতীয় পুরস্কার (National Awards)


ভারত রত্ন

  • এটি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান এবং অসাধারণ জনসেবা ও শিল্পকলা, সাহিত্য এবং বিজ্ঞান বিভাগে বিরলতম কৃতিত্বের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করে। ১৯৫৪ সালে এটি স্থাপিত হয়েছিল।

  • জাতি, অবস্থান বা লিঙ্গ নির্বিশেষে যে-কোনো ব্যক্তি এই সম্মানের জন্য মনোনীত হতে পারে।

  • ভারতরত্ন প্রদানের জন্য সুপারিশ ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে যায়।

  • শ্রেষ্ঠত্বের দিক থেকে ভারতরত্ন প্রাপকের স্থান সপ্তম, অবশ্য এজন্য তারা কোনো বিশেষ পদবি বা সম্মানজনক উপাধি প্রাপ্ত হন না।

  • ২০১১ সালে ভারত সরকার যোগ্যতা নির্ণায়ক শর্তগুলি পরিবর্তন করে খেলোয়াড়দের এই পুরস্কারের আওতায় নিয়ে আসে এবং নির্ণায়ক হিসাবে পূর্বের জাতীয়তাবাদী কাজকর্মে অসাধারণ নৈপুণ্যতার পরিবর্তে মানব প্রচেষ্ঠায় যে-কোনো ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে কর্মসম্পাদনের কৃতিত্বকে বিবেচনায় নিয়ে আসে। শিল্প কলা, সাহিত্য এবং বিজ্ঞান জগতের কোনো কৃতিত্বপূর্ণ কাজ ও উচ্চপর্যায়ে জনসেবার স্বীকৃতি এই কর্মক্ষেত্রের অন্তর্ভুক্ত।

  • ইন্দিরা গান্ধী ছিলেন কনিষ্ঠ জীবিত এই সম্মান প্রাপক। এই সময় তাঁর বয়স ছিল ৫৪ বছর। আর রাজীব গান্ধী ছিলেন সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক। মরোণোত্তর কালে প্রাপ্ত এই সম্মান তিনি লাভ করেছিলেন ৪৭ বছর বয়সে। গুলজারিলাল নন্দ ৯৯ বছর বয়সে এই সম্মান প্রাপ্ত হয়েছিলেন আর বল্লভভাই প্যাটেল হলেন সবচেয়ে বয়স্ক এই সম্মান প্রাপক যাঁর মরণোত্তর কালে এই সম্মান প্রাপ্তির সময় বয়স ছিল ১১৬ বছর।

  • প্রায় ৫.৮ সেমি লম্বা, ৪.৭ সেমি চওড়া ও ৩.১ মিমি টোন্‌ড্‌ ব্রোঞ্জের তৈরি অশ্বত্থ পাতার মতো অলংকৃত। এর সামনের দিকে ১.৬ সেমি ব্যাসের একটি সূর্যের প্রতিরূপ খোদিত যার নীচে ভারতরত্ন কথাটি দেবনাগরী ভাষায় খোদিত। উলটোদিকে দেশের প্রতীক এবং দেবনাগরী ভাষায় খোদিত ব্রোঞ্জের প্লেট। দেশের প্রতীক, সূর্যের প্রতীরূপ এবং বেড় প্লাটিনামের তৈরি। উৎকীর্ণলিপি হয় বার্নিশড্‌ ব্রোঞ্জের।


পদ্মবিভূষণ

  • ভারতীয় প্রজাতন্ত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ আসামরিক পুরস্কার। ভারতের রাষ্ট্রপতি একটি মেডেল এবং একটি মানপত্র প্রদান করে।

  • ১৯৫৪ সালের ২রা জানুয়ারি থেকে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের স্থান ভারতরত্ন-র পরে এবং পদ্মভূষণ ও পদ্মশ্রী-র আগে।

  • সরকারি কাজসহ যে-কোনো ক্ষেত্রে দেশের কাছে অসাধারণ ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।

  • ১৯৫৪ সালে এই পুরস্কারের প্রথম প্রাপকরা হলেন- সত্যেন্দ্রনাথ বোস, নন্দলাল বোস, জাকির হোসেন, বালাসাহেব গঙ্গাধর খের, জিগ্‌মে দোরজি ওয়াংচুক, ভি. কে. কৃষ্ণমেনন।


পদ্মভূষণ

  • ভারতরত্ন ও পদ্মবিভূষণ পুরস্কারের পর কিন্তু পদ্মশ্রীর আগে স্থানপ্রাপ্ত ভারতীয় প্রজাতন্ত্রে এটি হল তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ভারত সরকার এই পুরস্কার প্রদান করে।

  • যে-কোনো ক্ষেত্রে দেশের প্রতি কনো উচ্চ পর্যায়ের দৃষ্টান্তমূলক কাজের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।


পদ্মশ্রী

  • এটি ভারতীয় প্রজাতন্ত্রে চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কারের পর। এটি ভারত সরকার দ্বারা প্রদত্ত।

  • বিভিন্ন ক্ষেত্রে যেমন শিল্পকলা, শিক্ষা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, ঔষধ, সামাজিক কাজ এবং জনসংযোগ প্রভৃতিতে ভারতীয় নাগরিকদের দৃষ্টান্তমূলক অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। অবশ্য কিছু বিশেষ ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়, যাদের ভারতীয় নাগরিকত্ব না থাকলেও নানা ক্ষেত্রে ভারতের জন্য বিশেষ অবদান রয়েছে।