logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

ভারতের আণবিক গবেষণা (India’s Atomic Research)


১৯৪৮ সালের ১০ই আগস্ট ডঃ হোমি জে. ভাবার তত্ত্বাবধানে (চেয়ারম্যানশীপে) অ্যাটমিক এনার্জি কমিশন স্থাপনের মধ্য দিয়ে ভারতের আণবিক শক্তির গবেষণায় যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে আণবিক শক্তি কর্মসূচীর রূপায়ণের উদ্দেশ্যে ১৯৫৪ সালে ডিপার্ট্মেন্ট অফ অ্যাটমিক এনার্জি (ডি এ ই) স্থাপিত হয়েছিল।

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক) (বি এ আর সি) ১৯৫৭ সালে ট্রম্বেতে (মহারাষ্ট্র) স্থাপিত হয়েছিল। এটা হচ্ছে ভারতের বৃহত্তম আণবিক গবেষণা কেন্দ্র। বার্ক-এর আণবিক রিঅ্যাক্টরগুলি হল-অপ্সরা (ভারতের প্রথম আণবিক রিঅ্যাক্টর), সার্কাস, জারলিনা, ধ্রুব, পূর্ণিমা I ও II এবং কামিনী (ভারতের প্রথম দ্রুত ব্রীডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর কালপক্কম-এ অবস্থিত)।

বার্কস রিসার্চ সেন্টার

ভ্যারিয়েরল্‌ এনার্জি সাইক্লোট্রন সেন্টার (কলকাতা) হাই অল্টিটিউড রিসার্চ ল্যাব (গুলমার্গ), নিউক্লিয়ার রিসার্চ ল্যাব (কাশ্মীর) এবং সিসমিক স্টেশন (গৌরীবিদানুর, কর্ণাটক)।

ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ ১৯৭১ সালে কালপক্কমে (চেন্নাই) স্থাপিত হয়েছিল। এই কেন্দ্র সোডিয়াম কুলড ফাস্ট ব্রীডার রিঅ্যাক্টর এর স্বদেশি প্রযুক্তির উপর গবেষনা ও উন্নয়নে যুক্ত।

সেন্টার ফার অ্যাডভান্সড টেকনোলজি (সিএটি) স্থাপিত হয়েছিল ১৯৮৪ সালে ইন্দোরে। এই কেন্দ্র লেসার, ফিউশন এবং অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে গবেষণা এবং উচ্চ প্রযুক্তির উদ্ভাবনে যুক্ত।

পোখরান পরীক্ষা

ভারত এখনও পর্যন্ত ৬টি পরীক্ষামূলক আণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। প্রথম আণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল ১৯৭৪ সালের ১৮ই মে রাজস্থানের পোখরানে। অন্যান্যগুলি ঘটানো হয়েছিল ১৯৯৮ সালের ১১ই মে এবং ১৩ই মে ওই পোখরান এলাকাতেই। এই পরীক্ষাগুলির পেছনে ভারতে প্রধান উদ্দেশ্য হচ্ছে আণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার।