logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

ভারতরত্ন প্রাপকগণ


নং নাম পুরস্কার খ্রিঃ বিবরণ
চক্রবর্তী রাজাগোপালচারী ১৯৫৪ স্বাধীনতা সংগ্রামী, ভারতের শেষ গভর্নর জেনারেল
চন্দ্রশেখর ভেঙ্কটরমন ১৯৫৪ নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী (পদার্থবিদ্যা)
সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৯৫৪ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি এবং বিশ্ববিখ্যাত দার্শনিক।
ভগবান দাস ১৯৫৫ স্বাধীনতা সংগ্রামী ও লেখক।
এম. বিশ্বস্বরেয়া ১৯৫৫ মাহীশূরের দেওয়ান, বাস্তুবিদ।
জওহরলাল নেহেরু ১৯৫৫ স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
গোবিন্দবল্লভ পন্থ ১৯৫৭ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
ধোন্দোকেনাব কার্ভে ১৯৫৮ সমাজ সংস্কার ও শিক্ষাবিদ।
ডা. বিধান চন্দ্র রায় ১৯৬১ ভারত বিখ্যাত চিকিৎসক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বাংলার রূপকার।
১০ পুরুষোত্তম দাস ট্যান্ডন ১৯৬১ শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী।
১১ ডঃ রাজেন্দ্র প্রসাদ ১৯৬২ স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি।
১২ ডঃ জাকির হোসেন ১৯৬৩ স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।
১৩ পন্ডুরঙ্গ বামান কানে ১৯৬৩ ভারততত্ত্ববিদ্‌ ও সংস্কৃত সাহিত্যে পণ্ডিত।
১৪ লাল বাহাদুর শাস্ত্রী ১৯৬৬ প্রথম মরণোত্তর ভারতরত্ন উপাধি প্রাপক, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।
১৫ ইন্দিরা গান্ধি ১৯৭১ ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী।
১৬ ভি. ভি. গিরি ১৯৭৫ শ্রমিক নেতা এবং ভারতের চতুর্থ রাষ্ট্রপতি
১৭ কে. কামরাজ ১৯৭৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, মরণোত্তর উপাধি প্রাপ্ত।
১৮ মাদার টেরেজা ১৯৮০ মিশনারি অফ চ্যারিটি-এর প্রতিষ্ঠাত্রী এবং শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তা।
১৯ বিনবো ভাবে ১৯৮৩ সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী, মরণোত্তর উপাধি প্রাপ্ত।
২০ খান আব্দুল গফফর খান ১৯৮৭ স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় নাগরিক না হয়ে প্রথম উপাধি প্রাপ্ত।
২১ এম. জি. রামচন্দ্রন ১৯৮৮ চিত্রাভিনেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, মরণোত্তর প্রাপ্ত।
২২ বি.আর. আম্বেদকর ১৯৯০ ভারতীয় সংবিধানের প্রধান রূপকার; অর্থনীতিবিদ্‌ মরণোত্তর উপাধি প্রাপ্ত।
২৩ নেলসন ম্যান্ডেলা ১৯৯০ ভারতীয় অ-নাগরিক দ্বিতীয় ব্যক্তি উপাধি প্রাপ্ত।
২৪ রাজীব গান্ধী ১৯৯১ ষষ্ঠ প্রধানমন্ত্রী, মরণোত্তর উপাধি প্রাপ্ত।
২৫ বল্লভভাই প্যাটেল ১৯৯১ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, মরণোত্তর উপাধি প্রাপ্ত।
২৬ মোরারাজি দেশাই ১৯৯১ স্বাধীনতা সংগ্রামী, ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী।
২৭ আবুল কালাম আজাদ ১৯৯২ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, মরণোত্তর প্রাপ্ত।
২৮ জে. আর. ডি টাটা ১৯৯২ ভারত বিখাত শিল্পপতি এবং লোকহিতৈষী।
২৯ সত্যজিৎ রায় ১৯৯২ বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক, লেখক ও শিল্পী।
৩০ এ.পি.জে. আব্দুল কালাম ১৯৯৭ বিমান সংক্রান্ত যন্ত্রবিদ্‌, স্বনামধন্য বৈজ্ঞানিক এবং ভারতের একাদশ রাষ্ট্রপতি।
৩১ গুলজারিলাল নন্দা ১৯৯৭ স্বাধীনতা সংগ্রামী, ভারতের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী।
৩২ অরুণা আসফ আলি ১৯৯৭ স্বাধীনতা সংগ্রামী, মরণোত্তর উপাধি প্রাপক।
৩৩ এম. এস. শুভলক্ষ্মী ১৯৯৮ কর্ণাটকী উচ্চাঙ্গ সংগীতজ্ঞা।
৩৪ সি. সুব্রমনিয়াম ১৯৯৮ স্বাধীনতা সংগ্রামী, ভারতের কৃষমন্ত্রী।
৩৫ জয়প্রকাশ নারায়ণ ১৯৯৯ স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, মরণোত্তর প্রাপ্ত।
৩৬ রবিশঙ্কর ১৯৯৯ বিশ্ববিখ্যাত সেতার বাদক।
৩৭ অমর্ত্য সেন ১৯৯৯ বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার প্রাপ্ত।
৩৮ গোপীনাথ বরদলৈ ১৯৯৯ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মরণোত্তর উপাধি প্রাপ্ত।
৩৯ লতা মঙ্গেশকর ২০০১ ভারত বিখ্যাত সংগীতজ্ঞা।
৪০ বিসমিল্লা খাঁ ২০০১ ভারতীয় উচ্চাঙ্গ সানাই বাদক
৪১ ভীমসেন যোশী ২০০৮ ভারতীয় উচ্চাঙ্গ সংগীতজ্ঞ।
৪২ সি.এন.আর.রাও ২০১৩ বৈজ্ঞানিক
৪৩ শচীন তেন্ডুলকর ২০১৩ বিশ্ববিখ্যাত ক্রিকেট খেলোয়াড়
৪৪ মদনমোহন মালব্য ২০১৪ মরণোত্তর উপাধি প্রাপ্ত, শিক্ষাবিদ্‌ ও রাজনীতিবিদ্‌।
৪৫ অটলবিহারী বাজপেয়ী ২০১৪ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী।
৪৬ প্রণব মুখার্জী ২০১৯ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি।
৪৭ ভূপেন হাজারিকা ২০১৯ মরণোত্তর উপাধি প্রাপ্ত, সুরকার ও গায়ক।
৪৮ নানাজী দেশমুখ ২০১৯ মরণোত্তর উপাধি প্রাপ্ত, সমাজসেবক।