logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

খেলাধুলোর জন্য পুরস্কার (Sports Awards)


আই সি সি পুরস্কার (ICC Awards)

ক্রিকেটের জন্য একগুচ্ছ পুরস্কার এখানে রাখা থাকে। এই পুরস্কারের মাধ্যমে আগের ১২ মাসের সেরা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের স্বীকৃতি ও সম্মান জানানো হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কর্তৃক এই পুরস্কারগুলি দেওয়া শুরু হয় ২০০৪ সাল থেকে।

প্রতিবছর ১০টি পুরস্কার প্রদান করা হয়ে থাকে-

  • আই সি সি প্লেয়ার অফ দ্য ইয়ার

  • উওমেন্‌স্‌ ক্রিকেটার অফ দ্য ইয়ার

  • টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার

  • আই সি সি ওয়ান-ডে প্লেয়ার অফ দ্য ইয়ার

  • টি-২০ প্লেয়ার অফ দ্য ইয়ার

  • ক্যাপ্টেন অফ দ্য ইয়ার

  • এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার- প্রতিশ্রুতিবান খেলোয়াড় হিসাবে বিবেচিত তারাই হতে পারে যাদের বয়স ভোটের সময় শুরু করার আগে পর্যন্ত ২৬ বছরের কম ছিল এবং পাঁচটির বেশি টেস্ট বা ১০টির বেশি একদিনের ম্যাচ খেলেনি।

  • টেস্ট টিম অফ দ্য ইয়ার

  • ওয়ান ডে টিম অফ দ্য ইয়ার

  • স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড- আই সি সি-র বর্ণানুসারে এই পুরস্কার সেই দলকেই দেওয়া হবে যে দলের খ্যাতি আছে খেলা চলাকালীন খেলোয়াড়সুলভ মনোবৃত্তি (গেম-স্পিরিট) ধরে রাখা, যার মধ্যে থাকে বিপক্ষ দল, তাদের নিজেদের অধিনায়ক ও দল, আম্পায়ারের কাজ ও খেলার চিরাচরিত মূল্যবোধের প্রতি সম্মান।

  • আম্পায়ার অফ দ্য ইয়ার।


রাজীব গান্ধী খেল রত্ন

  • খেলাধুলোয় কৃতিত্বের জন্য ভারতের এই সর্বোচ্চ সম্মান চালু হয় ১৯৯১-৯২ সালে। ‘খেলায়-রত্ন’ এই শব্দগুলির হিন্দিতে আক্ষরিক অর্থ হল ‘খেল-রত্ন’।

  • ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পরলোকগত রাজীব গান্ধির নামানুসারে এই পুরস্কার নামাঙ্কিত এতে একটি মেডেল, একটি গোটানো মানপত্র এবং ৭,৫০,০০০ টাকা প্রদান করা হয়।

  • দাবার জাদুকর বিশ্বনাথন আনন্দ ছিলেন এই লোভনীয় সম্মানের প্রথম প্রাপক।


অর্জুন পুরস্কার

  • জাতীয় প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্বের জন্য ভারত সরকার ১৯৬১ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে। এই পুরস্কারে ৫,০০,০০০ টাকা, একটি অর্জুনের ব্রোঞ্জ মূর্তি এবং একটি মানপত্র দেওয়া হয়।

  • বর্তমানে ভারত সরকার দ্বারা অর্জুন পুরস্কারের পরিকল্পনায় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত গাইডলাইন অনুসারে কোন্‌ খেলোয়াড় এই পুরস্কারের যোগ্য হবেন যখন পূর্ববর্তী তিনবছর ভালো ফল করার সঙ্গে সঙ্গে যে বছরের জন্য বিবেচিত হচ্ছেন সেই বছর আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ কৃতিত্বের অধিকারী হওয়া ছাড়াও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, খেলোয়াড় সুলভ মানসিকতা এবং শৃঙ্খলাপরায়ণ হতে হবে।

  • নিম্নলিখিত খেলাগুলির ফলাফল এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিবেচিত হবে- অলিম্পিক গেম্‌স্‌ / এশিয়ান গেমস্‌ / কমন্‌ওয়েলেথ্‌ গেম্‌স্‌ / ওয়ার্ল্ড কাপ / ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিসিপ্লিন্‌স্‌ এবং ক্রিকেট। ইন্ডিয়ানজ্‌ গেম্‌স্‌।

  • স্পোর্টস্‌ ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ।


দোণাচার্য পুরস্কার

  • স্পোর্টস্‌ কোচিং বা খেলোয়াড় তৈরির কাজে অসাধারণ কৃতি‌ত্বের জন্য এই পুরস্কার ভারত সরকার প্রদান করে । এই পুরস্কারের মধ্যে থাকে একটি দ্রোণাচ‌ার্য্যের ব্রোঞ্জ-এর মূর্তি, একটি মানপত্র এবং ৫,০০,০০০ টাকা। এই পুরস্কারটি ১৯৮৫ সাল থেকে চালু করা হয়েছিল।

  • যেহেতু সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জুন-এর নামে নামাঙ্কিত সেইহেতু সেরা কোচের পুরস্কার দ্রোণাচ‌ার্য্যের নামে নামাঙ্কিত হওয়াটা খুবই মানানসই হয়েছিল কারণ দ্রোণাচার্য ছিল অর্জুন-এরই গুরু।

  • কিউবার বক্সিং কোচ বি. আই. ফা‌র্নান্ডেজ ছিলেন প্রথম বিদেশি কোচ যিনি ২০১২ সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন।


ধ্যানচাঁদ পুরস্কার

  • ভারত সরকার দ্বারা প্রদত্ত ২০০২ সালে চালু হওয়া এই পুরস্কার দেওয়া হয় খেলাধুলোয় জীবনভর কাজের স্বীকৃতি স্বরূপ। ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদ-এর নামানুসারে এই পুরস্কার নামাঙ্কিত।

  • এই পুরস্কারে দেওয়া হয় নগদ ৫,০০,০০০ টাকা, একটি মূর্তি, আনুষ্ঠানিক পরিচ্ছদ এবং একটি মানপত্র।