রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ডস (Ramon Magsaysay Awards)
বিমান দুর্ঘটনায় মৃত ফিলিপিনস-এর রাষ্ট্রপতি রমন ম্যাগসাইসাই-এর নামাঙ্কিত এই সম্মান বা খেতাব দেওয়া শুরু হয়েছিল ১৯৫৭ সালে। প্রতি বছর ৩১ আগস্ট এই সম্মান দেওয়া হয়।
৬টি শ্রেণিকে এই পুরস্কার দেওয়া হয়-
- গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি চাকরিরত
- বেসরকারি চাকরিরত,
- সম্প্রদায় বা লোকসমাজ নেতৃত্ব স্থানীয়,
- সাংবাদিকতা, সাহিত্য এবং সৃষ্টিমূলক যোগাযোগ শিল্প
- শান্তি এবং
- আন্তর্জাতিক আপস-নিষ্পত্তি অত্যাবশ্যকীয় নেতৃত্ব
এই পুরস্কার প্রায়ই এশিয়ার নোবেল প্রাইজ হিসাবে সম্মানিত হয়।
ভারতীয় বিজেতাগণ
নং | নাম | সাল |
---|---|---|
১ | বিনোভা ভাবে | ১৯৫৮ |
২ | সি.ডি.দেশমুখ | ১৯৫৯ |
৩ | অমিতাভ চৌধুরী | ১৯৬১ |
৪ | মাদার টেরেসা | ১৯৬২ |
৫ | দারা খুরোদি | ১৯৬৩ |
৬ | ভার্ঘীস কুরিয়ন | ১৯৬৩ |
৭ | ত্রিভুবনদাশ প্যাটেল | ১৯৬৩ |
৮ | ওয়েল্দি ফিসার | ১৯৬৪ |
৯ | জয়প্রকাশ নারায়ণ | ১৯৬৫ |
১০ | কমলাদেবী চট্টোপাধ্যায় | ১৯৬৬ |
১১ | সত্যজিৎ রায় | ১৯৬৭ |
১২ | এম.এস.স্বামীনাথন | ১৯৭১ |
১৩ | এম.এস.শুভলক্ষ্মী | ১৯৭৪ |
১৪ | বুবলি জর্জ ভার্গিস | ১৯৭৫ |
১৫ | হেনিং হল্ক-লার্সেন | ১৯৭৬ |
১৬ | শম্ভু মিত্র | ১৯৭৬ |
১৭ | এলা রমেশ | ১৯৭৭ |
১৮ | মাবেল আরোল | ১৯৭৯ |
১৯ | রজনীকান্ত আরোল | ১৯৭৯ |
২০ | গৌরকিশোর ঘোষ | ১৯৮১ |
২১ | প্রমোদ করণ শেঠি | ১৯৮১ |
২২ | চন্ডি প্রসাদ ভাট | ১৯৮২ |
২৩ | মণিভাই দেশাই | ১৯৮২ |
২৪ | অরুণ শৌরি | ১৯৮২ |
২৫ | রাশিপুরম লক্ষ্মণ | ১৯৮৪ |
২৬ | মুরলীধর আমতে | ১৯৮৫ |
২৭ | লক্ষ্মীচাঁদ জৈন | ১৯৮৯ |
২৮ | রবিশঙ্কর | ১৯৯২ |
২৯ | বানু জাহাঙ্গির কয়াজি | ১৯৯৩ |
৩০ | কিরণ বেদী | ১৯৯৪ |
৩১ | পাণ্ডুরাঙ্গ আথাভালে | ১৯৯৬ |
৩২ | তিরুনেল্লাই শেষন | ১৯৯৬ |
৩৩ | মহাশ্বেতা দেবী | ১৯৯৭ |
৩৪ | মহেশচন্দ্র মেহতা | ১৯৯৭ |
৩৫ | জকিন আরপুথাম | ২০০০ |
৩৬ | অরুণা রায় | ২০০০ |
৩৭ | রাজেন্দ্র সিং | ২০০১ |
৩৮ | সন্দীপ পাণ্ডে | ২০০২ |
৩৯ | জেমস্ মাইকেল লিংডোহ্ | ২০০৩ |
৪০ | শান্তা সিন্হা | ২০০৩ |
৪১ | লক্ষ্মীনারায়ণ রামদাস | ২০০৪ |
৪২ | ভি শান্থা | ২০০৫ |
৪৩ | অরবিন্দ কেজরিয়াল | ২০০৬ |
৪৪ | পালাগুম্মি সাইনাথ | ২০০৭ |
৪৫ | নীলিমা মিশ্র | ২০১১ |
৪৬ | হরিশ হাণ্ডে | ২০১১ |
৪৭ | কুলান্ডেল ফ্রান্সিস | ২০১২ |
৪৮ | অংশু গুপ্ত | ২০১৫ |
৪৯ | সঞ্জীব চতুর্বেদী | ২০১৫ |
৫০ | রেজওয়াদা উইলসন | ২০১৬ |
৫১ | টি.এম.কৃষ্ণা | ২০১৬ |
৫২ | রবিশ কুমার | ২০১৯ |