logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

আধা সামরিক এবং সংরক্ষিত সৈন্যবাহিনী (Paramilitary and Reserved Forces)


ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (I.T.B.P)

  • এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬২ সালে, চিন আক্রমণের পর।

  • এরা মূলত উত্তর সীমান্তে নিয়োজত হয় সীমান্তে নজর রাখা এবং বেআইনি দ্রব্য পাচার ও অনুপ্রবেশ বন্ধ করার জন্য।


ন্যাশ্‌নাল সিকিউরিটি গার্ডস (N.S.G)

  • এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে।

  • দেশে জঙ্গি তৎপরতা বন্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

  • এরা উচ্চপর্যায়ে শিক্ষাপ্রাপ্ত সৈন্যদল যাতে জঙ্গিদের মোকাবিলা উপযুক্তভাবে করতে পারে।


সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(C.I.S.F)

  • এটা বিচারক বি. মুখার্জির সুপারিশে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত।

  • এর উদ্দেশ্য ছিল কেন্দ্র সরকারের শিল্প সংগঠনগুলিকে নজরে রাখা।


অসম রাইফেল্‌স্‌ (Assam Rifles)

  • এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩৫ সালে এবং দেশের সবচেয়ে পুরাতন আধা সামরিক সৈন্যদল।

  • এর প্রধান উদ্দেশ্য ছিল উত্তর-পূর্বে আন্তর্জাতিক সীমান্তে নজর রাখা এবং অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে বিদ্রোহ বা অভ্যুত্থানের প্রতিরোধ করা।


বর্ডার সিকিউরিটি ফোর্স (B.S.F)

  • এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৫ সালে।

  • আন্তর্জাতিক সীমান্তে এরা সতর্ক দৃষ্টি রাখে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে।


সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (C.R.P.F)

  • এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৯ সালে।

  • এর প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশকে আইন ও শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করা।

  • সি আর পি এফ-এর ৮৮তম ব্যাটেলিয়ন “মহিলা ব্যাটেলিয়ন” নামে পরিচিত। এরা কাজ শুরু করেছিল ১৯৮৬ সালের ৩০শে মার্চ। এটা ছিল বিশ্বের প্রথম আধা সামরিক বাহিনী যার সবাই মহিলা।


ন্যাশনাল ক্যাডেট কর্প্‌স্‌ (N.C.C)

  • এটা স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে।

  • এর প্রধান উদ্দেশ্য ছিল তরুণ সম্প্রদায়ের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে আগ্রহ তৈরি করা যাতে সশস্ত্র বাহিনী বাড়াতে মানব-শক্তি সংরক্ষিত থাকে।


টেরিটোরিয়াল আর্মি (T.A)

  • এটা স্থাপিত হয়েছিল ১৯৪৮ সালে।

  • এটা হচ্ছে স্বতপ্রবৃত্ত হয়ে আংশিক সময়ের জন্য সৈনিক দল যাতে ১৮ থেকে ৩৫ বছরের কোনো অসামরিক ব্যক্তি (কোনো পেশাদার সৈনিক নয়) দেশের প্রতিরক্ষায় সাহায্য করতে যোগদান করতে পারে।


হোম গার্ডস (Home Guard)

এটা স্থাপিত হয়েছিল ১৯৬২ সালে। শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশকে সাহায্য করা, প্রতিরক্ষা বাহিনীকে সাহায্য করা এবং কোনো তাৎক্ষণিক ঘটনায় স্থানীয় আধিকারিককে সাহায্য করাই ছিল এর কাজ।


কোস্ট গার্ড (Coast Guard)

  • এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালে।

  • এর উদ্দেশ্য ছিল সমুদ্রতীরবর্তী এলাকা এবং ভারতের সমুদ্রতীরবর্তী অঞ্চলে জাতীয় স্বার্থ রক্ষা করা।


ইন্টেলিজেন্স ব্যুরো (I.B)

  • এটা স্থাপিত হয়েছিল ১৯২০ সালে।

  • এর উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা বিষয়ে গোপন খবর জোগাড় করা।

  • প্রকৃতপক্ষে সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ (সি এস বি)হিসাবে ১৯৮৭ সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং পুনরায় নাম পরিবর্তিত হয়ে আই বি হয়েছিল ১৯২০ সালে।


সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (C.B.I)

  • এটা স্থাপিত হয়েছিল ১৯৫৩ সালে।

  • এর উদ্দেশ্য ছিল সরকারি কর্মচারীদের দুর্ব্যবহার, লোক ঠকানো, তহবিল তছরুপ এবং জালিয়াতি ঘটনার অনুসন্ধান করা।

  • আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে সি বি আই ইন্টারপোলের সঙ্গে যৌথভাবে অনুসন্ধান করতে পারে।


ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (N.C.R.B)

  • এটা স্থাপিত হয়েছিল ১৯৮৬ সালে।

  • এর উদ্দেশ্য ছিল জাতীয়, আন্তরাজ্য এবং আন্তর্জাতিক স্তরে সংঘটিত অপরাধের পরিসংখ্যান জোগাড় করে তদন্তকারী সংস্থাদের সাহায্য করা।


র‍্যাপিড অ্যাকশন ফোর্স (R.A.F)

  • এটা স্থপিত হয়েছিল ১৯৯২ সালে।

  • এটা সি আর পি এফ নিয়োজিত কম্যান্ডের অধীনস্থ।

  • ১০ ব্যাটেলিয়ন সি আর পি এফ-কে পুনঃসজ্জিত করা হয়েছে দেশে জাতিগত দাঙ্গা মোকাবিলা করার জন্য।