সাহসিকতা-পুরস্কার (Gallantry Awards)
পরম বীর চক্র (পি ভি সি)
ভারতের এই সর্বোচ্চ সামরিক সম্মানজনক পুরস্কার শত্রুর উপস্থিতিতে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য বা আত্ম-বলিদানের জন্য প্রদান করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই পুরস্কার মরণোত্তর পুরস্কার হিসাবে দেওয়া হয়।
কোনো ব্যক্তি পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও সর্বাধিক ছয় মাস মন্ত্রী থাকতে পারেন।
একজন মন্ত্রী পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য থাকাকালীন অন্য কক্ষের কাজে অংশগ্রহণ করতে পারেন যদিও যে কক্ষের তিনি সদস্য নন সেই কক্ষে ভোটদানের ক্ষমতা তাঁর নেই।
মহাবীর চক্র
ভারতে এটি দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। স্থল, জল অথবা বায়ুতে শত্রুর উপস্থিতিতে অসাধারণ সাহসিকতা প্রকাশের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এট মরোনোত্তর পুরস্কার হিসাবে দেওয়া হতে পারে। মহাবীর কথাটির আক্ষরিক অর্থ মহান যোদ্ধা।
বীর চক্র
এই সাহসিকতার পুরস্কার দেওইয়া হয় যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখানোর জন্য। পরম বীর চক্র ও মহা বীর চক্র-র পর এটি তৃতীয় সম্মান যা যুদ্ধের সময় সাহসিকতার জন্য প্রদান করা হয়।
অশোক চক্র
এই সামরিক সম্মান প্রদান করা হয় যুদ্ধক্ষেত্রের বাইরে শৌর্য, সাহস অথবা আত্মবলিদান দেওয়ার জন্য। শান্তির সময় এই সম্মান পরম বীর চক্র-র সমতুল্য এবং শত্রুর মুখোমুখি ছাড়া অন্য ক্ষেত্রে বীরত্ব ও নির্ভীকতার জন্য প্রসিদ্ধি অথবা সাহসিকতা বা আত্মবলিদানের জন্য খ্যাতির ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়।
এই সম্মান সামরিক বা অসামরিক উভয় কর্মীদেরই দেওয়া হয়ে পারে এবং মরণোত্তর পুরস্কার হিসাবে প্রদান করা হয়। এই পুরস্কার ব্রিটিশ জর্জ ক্রশ পুরস্কারের পরিবর্ত।
কীর্তি চক্র
যুদ্ধক্ষেত্রে বাইরে কোথাও বীরত্ব ও সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়া অথবা আত্মবলিদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই সম্মান সামরিক বা অসামরিক উভয় কর্মীদেরই প্রদান করা হতে পারে এবং মরনোত্তর পুরস্কার হিসাবেও দেওয়া হয়।
শান্তির সময় এই পুরস্কার মহা বীর চক্র পুরস্কারের সমতুল। শান্তির সময় সাহসিকতার পুরস্কার হিসাবে এর স্থান দ্বিতীয় অর্থাৎ অশোক চক্রের পরে এবং শৌর্য চক্রের আগে।
শৌর্য চক্র
শত্রুর সঙ্গে সরাসরি যুদ্ধে না থেকেও কোনো সাহসী ও নির্ভীক কাজে এগিয়ে যাওয়া বা আত্মবলিদান দেওয়ার জন্য এই সামরিক সম্মান দেওয়া হয়। এই পুরস্কার সামরিক ও অসামরিক উভয় কর্মীরাই পাওয়ার যোগ্য এবং মরণোত্তর পুরস্কার হিসাবেও দেওয়া হতে পারে।
এই পুরস্কার শান্তির সময়ে বীর চক্র পুরস্কারের সমতুল্য। বিদ্রোহ দমন বা শান্তির সময় শত্রুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। শান্তির সময় সাহসিকতার পুরস্কার হিসাবে এর স্থান তৃতীয় অর্থাৎ অশোক চক্র ও কীর্তি চক্রের পরে এবং সেনা পদকের আগে।
সেনা পদক
ভারতীয় সেনাবাহিনীর সমস্ত পদের কর্মীদের কাজের ব্যক্তিগত অসাধারণ নিষ্ঠা এবং সাহস যা কোনো ব্যক্তিকে সেনা হিসাবে বিশেষ গুরুত্ব প্রদান করে তার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। মরণোত্তর পুরস্কার হিসাবে এই পুরস্কার প্রদান করা হয় এবং পরবর্তী পুরস্কারের ক্ষেত্রে এই পদক বিবেচিত হয়।
সাহসিকতার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। অবশ্য, শত্রুর সামনাসামনি না হয়েও বিশেষ কাজ করার জন্য সেনা পদক (বিশেষ) প্রদান করা হয়। ভারতীয় সেনাবাহিনীতে সেনা পদক সাধারণ প্রশংসা বা কাজের স্বীকৃতি স্বরূপও দেওয়া হয়ে থাকে।
এটি বীর চক্র, শৌর্য চক্র এবং যুদ্ধ সেবা পদক-এর পূর্ববর্তী পদক। বিশিষ্ট সেবা পদক হচ্ছে এর পূর্ববর্তী পদক।