logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

সাহসিকতা-পুরস্কার (Gallantry Awards)


পরম বীর চক্র (পি ভি সি)

  • ভারতের এই সর্বোচ্চ সামরিক সম্মানজনক পুরস্কার শত্রুর উপস্থিতিতে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য বা আত্ম-বলিদানের জন্য প্রদান করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই পুরস্কার মরণোত্তর পুরস্কার হিসাবে দেওয়া হয়।

  • কোনো ব্যক্তি পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও সর্বাধিক ছয় মাস মন্ত্রী থাকতে পারেন।

  • একজন মন্ত্রী পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য থাকাকালীন অন্য কক্ষের কাজে অংশগ্রহণ করতে পারেন যদিও যে কক্ষের তিনি সদস্য নন সেই কক্ষে ভোটদানের ক্ষমতা তাঁর নেই।


মহাবীর চক্র

  • ভারতে এটি দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান। স্থল, জল অথবা বায়ুতে শত্রুর উপস্থিতিতে অসাধারণ সাহসিকতা প্রকাশের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এট মরোনোত্তর পুরস্কার হিসাবে দেওয়া হতে পারে। মহাবীর কথাটির আক্ষরিক অর্থ মহান যোদ্ধা।


বীর চক্র

  • এই সাহসিকতার পুরস্কার দেওইয়া হয় যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখানোর জন্য। পরম বীর চক্র ও মহা বীর চক্র-র পর এটি তৃতীয় সম্মান যা যুদ্ধের সময় সাহসিকতার জন্য প্রদান করা হয়।


অশোক চক্র

  • এই সামরিক সম্মান প্রদান করা হয় যুদ্ধক্ষেত্রের বাইরে শৌর্য, সাহস অথবা আত্মবলিদান দেওয়ার জন্য। শান্তির সময় এই সম্মান পরম বীর চক্র-র সমতুল্য এবং শত্রুর মুখোমুখি ছাড়া অন্য ক্ষেত্রে বীরত্ব ও নির্ভীকতার জন্য প্রসিদ্ধি অথবা সাহসিকতা বা আত্মবলিদানের জন্য খ্যাতির ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়।

  • এই সম্মান সামরিক বা অসামরিক উভয় কর্মীদেরই দেওয়া হয়ে পারে এবং মরণোত্তর পুরস্কার হিসাবে প্রদান করা হয়। এই পুরস্কার ব্রিটিশ জর্জ ক্রশ পুরস্কারের পরিবর্ত।


কীর্তি চক্র

  • যুদ্ধক্ষেত্রে বাইরে কোথাও বীরত্ব ও সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়া অথবা আত্মবলিদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই সম্মান সামরিক বা অসামরিক উভয় কর্মীদেরই প্রদান করা হতে পারে এবং মরনোত্তর পুরস্কার হিসাবেও দেওয়া হয়।

  • শান্তির সময় এই পুরস্কার মহা বীর চক্র পুরস্কারের সমতুল। শান্তির সময় সাহসিকতার পুরস্কার হিসাবে এর স্থান দ্বিতীয় অর্থাৎ অশোক চক্রের পরে এবং শৌর্য চক্রের আগে।


শৌর্য চক্র

  • শত্রুর সঙ্গে সরাসরি যুদ্ধে না থেকেও কোনো সাহসী ও নির্ভীক কাজে এগিয়ে যাওয়া বা আত্মবলিদান দেওয়ার জন্য এই সামরিক সম্মান দেওয়া হয়। এই পুরস্কার সামরিক ও অসামরিক উভয় কর্মীরাই পাওয়ার যোগ্য এবং মরণোত্তর পুরস্কার হিসাবেও দেওয়া হতে পারে।

  • এই পুরস্কার শান্তির সময়ে বীর চক্র পুরস্কারের সমতুল্য। বিদ্রোহ দমন বা শান্তির সময় শত্রুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। শান্তির সময় সাহসিকতার পুরস্কার হিসাবে এর স্থান তৃতীয় অর্থাৎ অশোক চক্র ও কীর্তি চক্রের পরে এবং সেনা পদকের আগে।


সেনা পদক

  • ভারতীয় সেনাবাহিনীর সমস্ত পদের কর্মীদের কাজের ব্যক্তিগত অসাধারণ নিষ্ঠা এবং সাহস যা কোনো ব্যক্তিকে সেনা হিসাবে বিশেষ গুরুত্ব প্রদান করে তার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। মরণোত্তর পুরস্কার হিসাবে এই পুরস্কার প্রদান করা হয় এবং পরবর্তী পুরস্কারের ক্ষেত্রে এই পদক বিবেচিত হয়।

  • সাহসিকতার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। অবশ্য, শত্রুর সামনাসামনি না হয়েও বিশেষ কাজ করার জন্য সেনা পদক (বিশেষ) প্রদান করা হয়। ভারতীয় সেনাবাহিনীতে সেনা পদক সাধারণ প্রশংসা বা কাজের স্বীকৃতি স্বরূপও দেওয়া হয়ে থাকে।

  • এটি বীর চক্র, শৌর্য চক্র এবং যুদ্ধ সেবা পদক-এর পূর্ববর্তী পদক। বিশিষ্ট সেবা পদক হচ্ছে এর পূর্ববর্তী পদক।