এশিয়ান গেম্স্ (Asian Games)
এশিয়ান গেমস্ তথা এশিয়াড প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় যেখানে এশিয়ার সব অ্যাথ্লিটরা অংশগ্রহণ করে। দিল্লিতে অনুষ্ঠিত প্রথম গেম্স্ থেকে ১৯৭৮ সালে অনুষ্ঠিত গেম্স্ পর্যন্ত এশিয়ান গেমস ফেডারেশন (এ জি এফ) দ্বারা এই গেম্স্ পরিচালিত হত। এ. জি. এফ. ভেঙে যাওয়ার পর ১৯৮২ সাল থেকে এই গেম্স্ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ও সি এ) দ্বারা সংগঠিত হয়। এই গেম্স্ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত এবং অলিম্পিক গেম্স্-এর পর দ্বিতীয় বৃহত্তম রকমারি খেলার প্রতিযোগিতা হিসাবে গণ্য।
অলিম্পিক গেম্স্-এর মতো এখানেও প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক দেওয়া হয়। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা এবং জাতীয় সংগীত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক বিষয়ের অংশ।
ইতিহাস অনুযায়ী নটি দেশ এই গেম্স্-এর আয়োজন করেছে। এর মধ্যে থাইল্যান্ড চারবার এই প্রতিযোগিতার আয়োজন করেছে। অন্যসব আয়োজক দেশগুলি হল : কোরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ভারত, চিন, ফিলিপিন্স, জাপান ও কাতার।
মাত্র ১১টি দেশ প্রথম গেম্স্-এ অংশগ্রহণ করলেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ইজরায়েল সহ ৪৬টি প্রতিযোগী দেশের মধ্যে। ইজরায়েল ১৯৭৪ সালের গেম্স্-এর পর অংশগ্রহণ করে নি।
পদকের সংখ্যার দিক থেকে জাপান প্রথম আটটি গেম্স্-এ আধিপত্য বিস্তার করেছিল। অন্যান্য দেহসমূহ যারা প্রথম তিনের মধ্যে ছিল তারা হল : ফিলিপিন্স্, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, ভারত এবং চিন।
এশিয়াডে প্রতিযোগিতার সংখ্যা প্রথম বছরে ৫৭ থেকে দৃঢ়ভাবে বেড়ে ২০০৬ সালে ৪২৪ হয়েছে। বক্সিং দ্বিতীয় গেম্স্ থেকে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তখন থেকে প্রতিযোগিতার একটি অংশে পরিণত হয়েছে।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিভিন্ন সোভিয়েত রিপাবলিক সমূহ এশিয়ান গেমস্-এ অংশগ্রহণ করতে শুরু করে। যেমন কাজাখাস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়া অনুরোধ করেছিল এশিয়াতে অংশগ্রহণের অনুমতি পাওয়ার জন্য, কিন্তু তাদের অনুরোধ স্বীকার করা হয়নি। যেহেতু প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপসমূহের দেশগুলি অন্তর্ভুক্ত করা হয়নি সেইহেতু এই অন্তর্ভুক্তিকরণ সমীচীন হত না।
এশিয়ান গেম্স্ও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। ১৯৬২ সালে ইজরায়েলের উপস্থিতি প্রথম এশিয়ান গেম্স্-কে বিতর্কিত করে তোলে। ১৯৭৩ সালে আরব দেশসমূহ গেম্স্-এ ইজরায়েলের অন্তর্ভূক্তিকরণের প্রতিবাদ জানায়। অবশেষে ইজরায়েল বাদ হয়ে যায় এবং ইউরোপীয় অ্যাথলেটিক ইভেন্টে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়। তাইওয়ান (চিনের একটি গণ রাজ্য) একটি বিতর্কিত বিষয়। অবশ্য এক্ষেত্রে অলিম্পিক গেম্স্-এর ন্যায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাইওয়ান প্রতিযোগিতা করে “চাইনিজ তাইপেই” হিসাবে।
এশিয়ান গেম্স্-এর মোটো হল “সর্বদা এগিয়ে চলা”।