logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

এশিয়ান গেম্‌স্‌ (Asian Games)


  • এশিয়ান গেমস্‌ তথা এশিয়াড প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় যেখানে এশিয়ার সব অ্যাথ্‌লিটরা অংশগ্রহণ করে। দিল্লিতে অনুষ্ঠিত প্রথম গেম্‌স্‌ থেকে ১৯৭৮ সালে অনুষ্ঠিত গেম্‌স্‌ পর্যন্ত এশিয়ান গেমস ফেডারেশন (এ জি এফ) দ্বারা এই গেম্‌স্‌ পরিচালিত হত। এ. জি. এফ. ভেঙে যাওয়ার পর ১৯৮২ সাল থেকে এই গেম্‌স্‌ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ও সি এ) দ্বারা সংগঠিত হয়। এই গেম্‌স্‌ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত এবং অলিম্পিক গেম্‌স্‌-এর পর দ্বিতীয় বৃহত্তম রকমারি খেলার প্রতিযোগিতা হিসাবে গণ্য।

  • অলিম্পিক গেম্‌স্‌-এর মতো এখানেও প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক দেওয়া হয়। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা এবং জাতীয় সংগীত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক বিষয়ের অংশ।

  • ইতিহাস অনুযায়ী নটি দেশ এই গেম্‌স্‌-এর আয়োজন করেছে। এর মধ্যে থাইল্যান্ড চারবার এই প্রতিযোগিতার আয়োজন করেছে। অন্যসব আয়োজক দেশগুলি হল : কোরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ভারত, চিন, ফিলিপিন্‌স, জাপান ও কাতার।

  • মাত্র ১১টি দেশ প্রথম গেম্‌স্‌-এ অংশগ্রহণ করলেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ইজরায়েল সহ ৪৬টি প্রতিযোগী দেশের মধ্যে। ইজরায়েল ১৯৭৪ সালের গেম্‌স্‌-এর পর অংশগ্রহণ করে নি।

  • পদকের সংখ্যার দিক থেকে জাপান প্রথম আটটি গেম্‌স্‌-এ আধিপত্য বিস্তার করেছিল। অন্যান্য দেহসমূহ যারা প্রথম তিনের মধ্যে ছিল তারা হল : ফিলিপিন্‌স্‌, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, ভারত এবং চিন।

  • এশিয়াডে প্রতিযোগিতার সংখ্যা প্রথম বছরে ৫৭ থেকে দৃঢ়ভাবে বেড়ে ২০০৬ সালে ৪২৪ হয়েছে। বক্সিং দ্বিতীয় গেম্‌স্‌ থেকে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তখন থেকে প্রতিযোগিতার একটি অংশে পরিণত হয়েছে।

  • সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিভিন্ন সোভিয়েত রিপাবলিক সমূহ এশিয়ান গেমস্‌-এ অংশগ্রহণ করতে শুরু করে। যেমন কাজাখাস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়া অনুরোধ করেছিল এশিয়াতে অংশগ্রহণের অনুমতি পাওয়ার জন্য, কিন্তু তাদের অনুরোধ স্বীকার করা হয়নি। যেহেতু প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপসমূহের দেশগুলি অন্তর্ভুক্ত করা হয়নি সেইহেতু এই অন্তর্ভুক্তিকরণ সমীচীন হত না।

  • এশিয়ান গেম্‌স্‌ও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। ১৯৬২ সালে ইজরায়েলের উপস্থিতি প্রথম এশিয়ান গেম্‌স্‌-কে বিতর্কিত করে তোলে। ১৯৭৩ সালে আরব দেশসমূহ গেম্‌স্‌-এ ইজরায়েলের অন্তর্ভূক্তিকরণের প্রতিবাদ জানায়। অবশেষে ইজরায়েল বাদ হয়ে যায় এবং ইউরোপীয় অ্যাথলেটিক ইভেন্টে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়। তাইওয়ান (চিনের একটি গণ রাজ্য) একটি বিতর্কিত বিষয়। অবশ্য এক্ষেত্রে অলিম্পিক গেম্‌স্‌-এর ন্যায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাইওয়ান প্রতিযোগিতা করে “চাইনিজ তাইপেই” হিসাবে।

  • এশিয়ান গেম্‌স্‌-এর মোটো হল “সর্বদা এগিয়ে চলা”।