logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

নোবেল প্রাইজ (Nobel Prize)


  • এটি পৃথিবীর সবথেকে লোভনীয় আন্তর্জাতিক খেতাব। ১৮৯৫ সালে এটা শুরু করেছিলেন ডাইনামাইট আবিষ্কারক অ্যালট্রেড বার্নাড নোবেল (১৮৩৩-৯৬)।এই খেতাব দেওয়া হয় ১০ই ডিসেম্বর যেদিন হল অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। নোবেল তাঁর আবিষ্কারের পেটেন্ট-এর মাধ্যমে যা রোজগার করেছিলেন তা দিয়ে একটা ট্রাস্ট গঠন করেছিলেন যার সুদ থেকে নোবেল প্রাইজের অর্থ দেওয়া হয়।

  • প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয় সেই সব বিখ্যাত ব্যক্তিদের যারা পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, ঔষধ, শান্তি, সাহিত্য এবং অর্থনীতি ক্ষেত্রে কোনো কৃতিত্বপূর্ণ কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

  • ১৯০১ সাল থেকে অর্থনীতি ছাড়া অন্যসব বিভাগেই নোবেল প্রাইজ দেওয়ার প্রথা চালু। ১৯৫৭ সালে অর্থনীতি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম দেওয়া শুরু হয়।

  • শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোতে এবং অন্যান্য পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোম-এ।

  • বিভিন্ন ধরণের প্রাইজ প্রতি বছর দেওয়া হয়। প্রত্যেক প্রাপক বা বিজেতা একটি সোনার মেডেল, একটি মানপত্র এবং নোবেল ফাউন্ডেশনের দ্বারা নির্ধারিত অর্থসমষ্টি পেয়ে থাকেন। ২০১২ সালে প্রতিটি প্রাইজের মূল্য ছিল ৮ মিলিয়ন সেক্‌ (১.২ মিলিয়ন ইউ এস ডলার)।

  • প্রতি বছর প্রত্যেক প্রাইজের জন্য ১০০ থেকে ২৫০ জনের মনোনয়ন জমা পড়ে। কেউ যদি নিজেকে মনোনীত করেন তিনি স্বাভাবিক ভাবেই অযোগ্য বিবেচিত হন। মরোণোত্তর কাজের ক্ষেত্রে এই পুরস্কার বিবেচিত হয় না। অবশ্য পুরস্কার পাবার কথা ঘোষণা করার পরে মারা গেলেও পুরস্কৃত করা হয়।

  • বিংশ শতাব্দীতে পুরস্কার পিছু বিজেতার সংখ্যা গড়পড়তায় যথে‌ষ্ট বেশি হওয়া সত্ত্বেও একটি প্রাইজ তিনজনের বেশি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় না।

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অস্থির অবস্থার জন্য ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত নোবেল প্রাইজ দেওয়া বন্ধ ছিল।