logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

ভারতীয় সাহিত্য পুরস্কার (Indian Literary Awards)


সাহিত্য অ্যাকাডেমি ফেলোশিপ

  • ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ সাহিত্য সম্মান।

  • সাহিত্য অ্যাকাডেমি (ইন্ডিয়াজ ন্যাশনাল অ্যাকাডেমি অফ লেটারস, ভারত সরকার) দ্বারা প্রদত্ত এই সম্মান অমর সাহিত্যের জন্য দেওয়া হয় এবং একসঙ্গে একুশ জন এই সম্মান পেতে পারে।

  • এই ফেলোশিপ ১৯৬৮ সাল থেকে চালু হয়েছিল এবং প্রথম নির্বাচিত প্রাপক ছিলেন দার্শনিক ও রাজনীতিক ব্যক্তি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণাণ। ২১ জন ফেলোশিপ প্রাপ্তদের সঙ্গে আরও কিছু ভারতীয় সাহিত্যের আন্তর্জাতিক শিক্ষাবিদ্‌কে এই সম্মানীয় ফেলোশিপ প্রদান করা হয়।

  • এই ফেলোশিপ দেওয়া হয় ২৪টি ভারতীয় ভাষার যে-কোনো একটিতে সাহিত্য সংক্রান্ত কাজের জন্য যার মধ্যে অন্তর্ভুক্ত, ভারতীয় ইংরেজি, অসমীয়া, বাংলা, বোড়ো, ডোগরি, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, রাজস্থানি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু।


জ্ঞানপীঠ পুরস্কার

  • সাহিত্য অ্যাকাডেমি ফেলোশিপের সঙ্গে এই পুরস্কার হচ্ছে দেশের ২টি সর্বোচ্চ সম্মানীয় সাহিত্য পুরস্কারের একটি। এই পুরস্কার ১৯৬১ সালে স্থাপিত হয়েছিল। যে-কোনো ভারতীয় সরকার স্বীকৃত যে-কোনো ভাষায় লেখার জন্য এই পুরস্কার পেতে পারে।

  • দ্য টাইমস্‌ অফ ইন্ডিয়া খবরের কাগজের প্রকাশক সাহু জৈন পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত ট্রাস্ট ভারতীয় জ্ঞানপীঠ এই পুরস্কার প্রদান করে।

  • এই পুরস্কারের নাম হয়েছে সংস্কৃত শব্দ জ্ঞান এবং পীঠ থেকে। এই পুরস্কারে নগদ ৭ লক্ষ টাকা, একটি মানপত্র এবং জ্ঞান, সংগীত ও শিল্পকলার ভারতীয় দেবী সরস্বতীর কটি ব্রোঞ্জের প্রতিমূর্তি দেওয়া হয়।

  • ১৯৮২ সালের আগে কোনো লেখককে এই পুরস্কার দেওয়া হত তার একটি কাজের উপর ভিত্তি করে, কিন্তু পরবর্তীকালে এই পুরস্কার দেওয়া হয় ভারতীয় সাহিত্যে সারা জীবনের অবদানের স্বীকৃত স্বরূপ।


সরস্বতী সম্মান

  • ১৯৯১ সালে কে. কে. বিড়লা ফাউন্ডেশন কর্তৃক স্থাপিত এই পুরস্কার গত দশ বছরে যে-কোনো ভারতীয় ভাষায় স্বতন্ত্র সাহিত্যকর্ম সম্পাদন করার স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।

  • এই বাৎসরিক পুরস্কার ভারতীয় সংবিধানের তালিকা-VIII অনুযায়ী যে-কোনো ভারতীয় ভাষায় অসাধারণ গল্প বা কবিতা সাহিত্য সৃষ্টির জন্য দেওয়া হয়। ভারতীয় জ্ঞানের দেবীর নামে নামাঙ্কিত এই পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হিসাবে পরিগণিত।

  • এই পুরস্কারে ৭.৫ লক্ষ টাকা, একটি মানপত্র এবং একটি ফলক দেওয়া হয়।


ব্যাস সম্মান

  • এটি ভারতের একটি সাহিত্য পুরস্কার ১৯৯১ সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল। বিড়লা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত এই বার্ষিক পুরস্কারের আর্থিক মূল্য নগদ ২.৫ লক্ষ টাকা।

  • হিন্দি ভাষায় লিখিত ও প্রকাশিত গত ১০ বছরের সাহিত্য কর্ম এই পুরস্কারের জন্য বিবেচিত হয়।


মুরতিদেবী পুরস্কার

  • ভারতীয় দর্শন ও সংস্কৃতি বর্ধক কোনো কাজের স্বীকৃতি স্বরূপ এই বাৎসরিক সাহিত্য পুরস্কার ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা প্রদান করে।

  • এই পুরস্কারে চালু হয়েছিল ১৯৪৮ সালে এবং যে-কোনো ভারতীয় অথবা ইংরেজি সাহিত্যে ভারতীয় মূল্যবোধের উপর স্বতন্ত্র কাজের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়।

  • নগদ ২ লক্ষ টাকা, একটি ধাতুনির্মিত ফলক, একটি সরস্বতীর মূর্তি এবং একটি শাল এই পুরস্কারের অন্তর্ভুক্ত।