ভারতীয় বিমানবাহিনী (Indian Airforce)
সাতটি কম্যান্ড নিয়ে ভারতীয় বিমানবাহিনী গঠিত
| নং | কম্যান্ডস্ | প্রধান কার্যালয় | |
|---|---|---|---|
| ১ | পশ্চিম কম্যান্ড | নিউদিল্লি | |
| ২ | মধ্য কম্যান্ড | এলাহাবাদ | |
| ৩ | পূর্ব কম্যান্ড | শিলং | |
| ৪ | দক্ষিণ-পশ্চিম কম্যান্ড | যোধপুর | |
| ৫ | ট্রেনিং কম্যান্ড | বেঙ্গালুরু | |
| ৬ | মেনটেন্যান্স কম্যান্ড | নাগপুর | |
| ৭ | দক্ষিণ কম্যান্ড | তিরুবনন্তপুরম |
নিম্নলিখিত যুদ্ধ বিমানগুলি ভারতীয় বিমানবাহিনীর হাতে আছে-
সুখোই-৩০, মিগ-২৯, মিগ-২৭, মিগ-২৫, মিগ-২১, মিরাজ-২০০০। মিগ-২৯-এর নামকরণ হয়েছে বাজ এবং মিরাজ-২০০০ এর নামকরণ হয়েছে বাজরা। এম আই-৪৫, এম আই-৮৫, চিতা ও চেতক হেলিকপ্টার ভারতীয় বিমানবাহিনীতে ব্যবহৃত হয়।