ফিফা বিশ্ব কাপ (Fifa World Cup)
ফিফা ওয়ার্ল্ড কাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে খেলাধুলার আন্তর্জাতিক পরিচালন সংস্থা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)-এর সদস্য দেশের পূর্ণবয়স্ক ছেলেদের জাতীয় দল প্রতিযোগিতা করে।
এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ১৯৩০ সালে এবং প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হয়। ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এই প্রতিযোগিতা হতে পারে নি।
বর্তমান নিয়মানুযায়ী (ফরম্যাট) ৩২টি দল প্রায় একমাস ধরে আয়োজক দেশে এই সম্মানের জন্য প্রতিযোগিতা করে। এই পর্যায়টিকে বিশ্বকাপ ফাইনাল বলে অভিহিত করা হয়। আগের তিন বছর বিভিন্ন যোগ্যতা নির্ণায়ক পর্যায়ের মাধ্যমে ঠিক করা হয় কোন কোন দল আয়োজক দেশ সহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২২ বার বিশ্বকাপ প্রতিযোগিতায় ৮টি বিভিন্ন জাতীয় দল জয়লাভ করে। ব্রাজিল জিতেছে পাঁচবার এবং তারাই একমাত্র দল যারা প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অন্যান্য বিশ্বকাপ বিজয়ীরা হল ইতালি (৪ বার)। জার্মানি (৪ বার)। আর্জেন্টিনা (৩ বার)। উরুগুয়ে ও ফ্রান্স (২ বার) এবং ইংল্যান্ড ও স্পেন (১ বার)
বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে বেশি প্রসারিত ও দর্শিত খেলার প্রতিযোগিতা। হিসেব অনুযায়ী ৭১৫.১ মিলিয়ন মানুষ ২০০৬ সালে জার্মানিতে আয়োজিত বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেছিল।