ক্রিকেট বিশ্বকাপ
আই সি সি ক্রিকেট বিশ্বকাপ (ICC Men's Cricket World Cup) হচ্ছে পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা সংগঠিত হয় খেলার পরিচালকবর্গ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আই সি সি) দ্বারা। প্রাথমিক যোগ্যতা পর্যায় থেকে ফাইনাল প্রতিযোগিতা প্রতি চার বছরে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং চতুর্থ সবচেয়ে বেশি দর্শিত খেলার অনুষ্ঠান।
প্রথম ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা সংগঠিত হয় ১৯৭৫ সালে ইংল্যান্ডে। পৃথকভাবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা ১৯৭৩ সাল থেকে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।
ক্রিকেট বিশ্বকাপের শেষ পর্বে প্রতিযোগিতা হয় দশটি টেস্ট খেলা ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করা দেশ সহ যেসব দেশ বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ে উত্তীর্ণ সেই সকল দেশের মধ্যে। এই প্রতিযোগিতায় জয়ী পাঁচটি দলের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল দল যারা ছয়বার এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত (ইন্ডিয়া) প্রত্যেকে দুবার এবং পাকিস্থান ও শ্রীলঙ্কা প্রত্যেকে একবার এই প্রতিযোগিতায় জয়লাভ করেছে।