logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

সাধারণ জ্ঞান চর্চা

সাধারণ জ্ঞান বই এবং লেখক জাতীয় /আন্তর্জাতিক বছর উল্লেখযোগ্য তারিখ বিশ্বে প্রথম ভারতে প্রথম পুরুষ ভারতে প্রথম মহিলা বিখ্যাত ব্যাক্তিদের প্রচলিত নাম চালু নাম / ফাদারস ভারতের সেরা সংবাদপত্র বিশ্বের বিখ্যাত সংবাদপত্র বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা বিশ্বের ধর্ম সমূহ ভৌগলিক আবিস্কার ভারতের প্রধান ভাষা সমূহ রাজধানী ও প্রচলিত মুদ্রা রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের সদস্যবৃন্দ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতের মহাকাশ কর্মসূচি ইসরো সহযোগী সংস্থা

বিশ্ব: বিভিন্ন বিষয় সম্বন্ধীয়

বিশ্বখ্যাত রাজনৈতিক দল বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থাসমূহ দেশসমূহের জাতীয় সৌধ দেশসমূহের জাতীয় প্রতীক দেশসমূহের লোকসভার নাম চিহ্ন এবং নিদর্শন সরকারি পুস্তক সমূহ বিশ্বের বিস্ময় বিখ্যাত প্রানী এবং পক্ষী সমূহ

নৃত্য,বাদ্যযন্ত্র ও কলাবিদ

ভারতের শাস্ত্রীয় নৃত্য লোক এবং আদিবাসী নৃত্য নৃত্যকলাবিদ্‌ বাদ্যযন্ত্রবিদ্‌ গায়ক

ভারতীয় প্রতিরক্ষা

ভারতীয় প্রতিরক্ষা ভারতীয় স্থলবাহিনী সেনা শিক্ষাকেন্দ্র ভারতীয় বিমানবাহিনী বিমানবাহিনী শিক্ষাকেন্দ্র ভারতীয় নৌবাহিনী নৌবাহিনী শিক্ষাকেন্দ্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণের পদ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক সংস্থান আধাসামরিক সৈন্যবাহিনী সংরক্ষিত সৈন্যবাহিনী ভারতে প্রতিরক্ষা গবেষণা ভারতে আণবিক গবেষণা

খেতাব , সম্মান ও প্রাইজ

নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বিজেতাগণ রমন ম্যাগসাইসাই খেতাব অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার ভারতের আন্তর্জাতিক পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা পুরস্কার ভারতীয় সাহিত্য পুরস্কার সৌন্দর্য প্রতিযোগীতা জাতীয় পুরস্কার খেলাধূলোর জন্য পুরস্কার বিজ্ঞান পুরস্কার সাহসিকতা পুরস্কার সিনেমা ও সংগীত সম্মান ভারতরত্ন প্রাপকগণ পরমবীর চক্র প্রাপক দাদাসাহেব ফালকে পুরস্কার

খেলাধুলার জগৎ

অলিম্পিক গেমস্‌ অলিম্পিকের স্থান এবং বছর অলিম্পিকে ভারত এশিয়ান গেমস্‌ এক নজরে এশিয়ান গেমস্‌ এশিয়ান গেমস্‌ এ ভারত কমনওয়েলথ গেমস্‌ এক নজরে কমনওয়েলথ গেমস্‌ ফিফা বিশ্বকাপ এক নজরে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেট এক নজরে বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ট্রফিসমূহ বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা খেলার সঙ্গে যুক্ত স্থান বিভিন্ন দেশের জাতীয় খেলা খেলাধুলায় ব্যবহৃত শব্দগুচ্ছ খেলার মাঠের মাপজোক খেলার ক্ষেত্র খেলোয়াড় ও তাদের বিখ্যাত নাম খেলার সঙ্গে যুক্ত সংস্থা

রাষ্ট্রসংঘ (United Nations Organisation)


  • বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের উত্তরাধিকারী।

  • জাতিসংঘ গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর কিন্তু ফলপ্রসূ হয় নি।

  • ১৯৪৫ সালের ২৬শে জুন, সানফ্রান্সি‌স্কোতে, বিশ্বে জনসংখ্যার ২/৩ ভাগ সমৃদ্ধ ৫০টি দেশের প্রতিনিধিদের সভায় রাষ্ট্রসংঘের দলিল স্বাক্ষরিত হয়।

  • ইউনাইটেড নেশনস্‌ (রাষ্ট্রসংঘ) নামটি ঘটনাচক্রে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্টের দেওয়া।

  • ওয়াশিংটন ডি সি-র অন্তর্গত ডামবারটন ওক্‌স্‌-এ অনুষ্ঠিত ইউ এস এস আর, ইউ কে, ইউ এস এবং চিনের সম্মেলনে দলিল বা সংবিধান তৈরি করা হয়।

  • আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর।

  • প্রথম নিয়মমাফিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৬ সালের জানুয়ারি মাসে লন্ডনে এবং প্রথম সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছিলেন ট্রাইগভ্‌ লে (নরওয়ে)।

  • প্রধান কার্যালয় ছিল ফার্স্ট অ্যাভেনিউ ইউ এন প্লাজা, নিউ ইয়র্ক, ইউ এস। এটি ছিল জন ডি. রকফেলর-এর দান করা ১৭ একর ভূমি খন্ড। বাড়িটি ছিল ৩৯ তলা।

  • পতাকা : হালকা নীল পটভূমিকায় সাদা রাষ্ট্রসংঘের প্রতীক (শীর্ষে বিকশিত ২টি বাঁকানো জলপাই শাখা এবং তাদের মাঝে পৃথিবীর মানচিত্র)। ১৯৪৭ সালের ২০শে অক্টোবর এটি গৃহীত হয়েছিল। পৃথিবীর কোনো পতাকার নীচে রাষ্ট্রসংঘের পতাকা থাকবে না।

  • উদ্দেশ্য অনুযায়ী রাষ্ট্রসংঘকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে-সুরক্ষা, বিচার, মঙ্গল এবং মানবাধিকার।

  • নিরস্ত্রকরণ, উপনিবেশ স্থাপনের অব্লুপ্তি এবং উন্নতি এই ৩টি নতুন লক্ষ্য রাষ্ট্রসংঘ কর্তৃক অগ্রাধিকার পেয়েছে।

  • রাষ্ট্রসংঘের প্রধান নীতিসমূহের একটি হল যতক্ষণ কোনো দেশ সংবিধানের শর্তানুযায়ী কাজ করবে, তার আভ্যন্তরীণ ব্যাপারে না ঢোকা।

  • রাষ্ট্রসংঘের সরকারি ভাষাগুলি হল, ইংরেজি, ফ্রেঞ্চ, চিনা, রাশিয়ান, আরবি এবং স্প্যানিস। অবশ্য কাজকর্ম করা হয় ইংরেজি এবং ফ্রেঞ্চ-এর মাধ্যমে।


সদস্য অন্তর্ভূক্তি(Admission of Members):

  • সুরক্ষা পরিষদের অনুমোদন ক্রমে নতুন সদস্যদের সাধারণ সভায় অন্তর্ভুক্ত করা হয়।
  • রাষ্ট্রসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ১৯৩। সাউথ সুদান যোগদান করেছিল ২০১১ সালে।

রাষ্ট্রসংঘের গঠনতন্ত্র (Organs of the United Nations)

রাষ্ট্রসংঘে ছটি প্রধান বর্গঃ-

  • ১. সাধারণ সভা
  • ২. সুরক্ষা পরিষদ
  • ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  • ৪. আন্তর্জাতিক বিচারালয়
  • ৫. অছি পরিষদ
  • ৬. মহাকরণ

1. সাধারণ সভা (General Assembly)

  • রাষ্ট্রসংঘ সমগ্র সদস্য দেশ নিয়ে গঠিত। প্রত্যেক সদস্য দেশ পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে কিন্তু প্রত্যেক দেশের একটিই ভোট থাকবে।
  • সাধারণ সভার নিয়মমাফিক অধিবেশন শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসে।
আরও বিস্তারিত জানুন »

2. সুরক্ষা পরিষদ (Security Council)

  • রাষ্ট্রসংঘের কার্য-নির্বাহক বর্গ। ১৫জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে ৫ জন স্থায়ী এবং ১০ জন অস্থায়ী।
  • চিন, ফ্রান্স, রাশিয়া, ইউ কে এবং ইউ এস এ স্থায়ী সদস্য।
  • অস্থায়ী সদস্যরা সাধারণ সভায় সমস্ত সদস্য দেশ দ্বারা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
  • সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যদের নামঞ্জুর করার ক্ষমতা দেওয়া আছে। সংখ্যাগুরু সদস্যদের সমর্থিত কোনো বিষয় বিফল হয়ে পর্যবসিত হয় যদি স্থায়ী কোনো সদস্য তা নামঞ্জুর করে।
আরও বিস্তারিত জানুন »

3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)

  • এই সংগঠনটি গঠিত হয় সাধারণ সভায় দুই তৃতীয়াংশ সমর্থন পেয়ে নির্বাচিত ৫৪ জন সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে।
  • এর প্রধান কাজ হল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবতা সংক্রান্ত আন্তর্জাতিক সমস্যা সমাধানের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা লাভ করা।
  • এই সভার এক তৃতীয়াংশ সদস্য তিন বছরের জন্য প্রতি বছর নির্বাচিত হন এবং সম-সংখ্যক সদস্য বার্ষিক অবসর গ্রহণ করে।
আরও বিস্তারিত জানুন »

4. আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice)

  • এটি রাষ্ট্রসংঘের প্রধান বিচার সংগঠন।
  • আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় হাগে (নেদারল্যান্ড) অবস্থিত।
  • ১৫ জন বিচারপতিকে নিয়ে বিচারালয় গঠিত। বিচারালয়ের বিচারপতিরা ৯ বছরের জন্য নির্বাচিত হন সাধারণ সভা সহ সুরক্ষা পরিষদের দ্বারা।
আরও বিস্তারিত জানুন »

5. অছি পরিষদ (Trusteeship Council)

  • এই সংগঠন ১৪ জন সদস্য নিয়ে গঠিত যার ৫ জন সদস্য হল সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য।
  • এই সংগঠনের কাজ হল, যেসব অঞ্চলে নিজস্ব শাসনব্যবস্থা এখনও চালু হয়নি এবং যারা চুক্তির মাধ্যমে এর অধীনে এসেছে সেই সমস্ত অঞ্চলের অধিবাসীদের স্বার্থ রক্ষার্থে আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রচলন করা।
আরও বিস্তারিত জানুন »

6. মহাকরণ (Secretariate)

  • রাষ্ট্রসংঘের প্রধান প্রশাসনিক দপ্তর হল এই বর্গ যা রাষ্ট্রসংঘের কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন ও তত্ত্বাবধান করে।
  • এই প্রশাসনিক দপ্তরের নেতৃত্বে থাকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) যাকে সুরক্ষা পরিষদের সুপারিশে সাধারণ সভা নিয়োজিত করে।
  • রাষ্ট্রসংঘের সাধারণ সম্পাদক পাঁচ বছরের জন্য নির্বাচিত এবং পুনরায় নির্বাচনে যেতে পারে।
আরও বিস্তারিত জানুন »
নং নাম নাগরিকত্ব সময় ছবি
ট্রাইগভ্‌ লে নরওয়ে ১৯৪৬-৫৩
ড্যাগ হ্যামারস্কজোয়েল্ড সুইডেন ১৯৫৩-৬১
ইউ. থ্যান্ড বার্মা ১৯৬১-৭১
কার্ট ওয়াল্ডহেইম অস্ট্রিয়া ১৯৭২-৮১
জেভিয়ার পেরেজ ডে ক্রুয়েলার পেরু ১৯৮২-৯১
ডঃ বাট্রোজ ঘালি ইজিপ্ট ১৯৯২-৯৬
কোফি আন্নান্‌ ঘানা ১৯৯৭-২০০৬
বান কি-মুন্‌ সাউথ কোরিয়া ২০০৭-২০১৭
আন্তনিও গুয়েতেরেস পোর্তুগাল ২০১৭-বর্তমান