ভৌতরাশির মাপের একক
ভৌতরাশির একক (Units of physical quantities) রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন হয় কেন ? একক উল্লেখ না করলে অনেক সমইয়েই পরিমাপ বা বস্তু পরিমাণ অর্থহীন হয়। যেমন- ‘5 কিলোগ্রাম’ চালের বদলে আমি যদি দোকানদারকে বলি— ‘5 চাল দাও’, তাহলে সে কী বুঝতে পারবে ? না আমি তাকে বোঝাতে পারব ? অর্থাৎ, ভৌতরাশিকে প্রকাশ করার জন্য দুটো জিনিস উল্লেখ করার প্রয়োজন—(1) রাশিটির একটা অর্থবহ একক (unit) এবং (2)পরিমাপযোগ্য বস্তু, বা পদার্থ এককের তুলনায় কতগিণ, সেই সংখ্যা (numerical value) । একটি ঘর যদি 10 মিটার লম্বা হয়, তাহলে বলতে পারি—ঘরটির দৈর্ঘ্য=10 মিটার= 10×1 মিটার অর্থাৎ, 1মিটার দৈর্ঘ্য যতটুকু, ঘরটি লম্বায় তার 10 গুণ । এখানে দৈর্ঘ্য হল ভৌতিরাশি, এবং মিটার তার একক । এইরকম বিভিন্ন উদাহরণ দিয়ে দেখানো যায় যে,একক ছাড়া ভৌতরাশিগুলির নির্ভল পরিমাপ সম্ভব হয় না; তাই সাধারণত—কোনো রাশির পরিমাপকে সাংখ্যমান সমন্ধিত ওই রাশির একক দ্বারা প্রকাশ করা হয় । একক কাকে বলে ঃ কোনো ভৌতরাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণের সাপেক্ষে প্রদত্ত রাশিটিকে পরিমাপ বলা হয়, সেই নির্দিষ্ট পরিমাণকে ওই রাশির একক বলে । সব ভৌতরাশির একক থাকে না (All physical quantities do not have units) ঃ যে—সব ভৌতরাশিকে দুটি একইরকমে রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয়, সেই রাশিগুলির কোনো একক থাকে না । যেমন—পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব, তল্যাংকভার, প্রতিসরাংক প্রভৃতি । এরা হল একক—বিহীন রাশি । যেমন— আপেক্ষিক গুরুত্ব =বস্তুর ভর সমআয়তনের জলের ভর } অর্থাৎ, আপেক্ষিক গুরুত্ব দুটো ভরের অনুপাত হওয়ায় আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটি সংখ্যামাত্র ।