পরিমাপ ও একক
পরিমাপ ও একক [Measurement and Units] আমরা পরিমাপ করি কেন (Why do we measure) বিজ্ঞান চেষ্টা করে বিভিন্ন ঘটনার যুক্তিগ্রাহ্য কারণে খুঁজে সত্যকে জানতে এবং জানাতে । আর তা করতে গিয়ে আমাদের নির্ভর করতে হয় পরীক্ষার উপর, পর্যবেক্ষণের উপর। প্রতিটি পর্যায়ে পরিমাপের উপর। ঠিক ঠিক পরিমাপ। যেহেতু, পরীক্ষা মিথ্যে বলে না, তাই বিজ্ঞান-সংক্রান্ত বিষয়গুলোর বিচার-বিবেচনা সহজ করে দেয় এই পরিমাপ । তাইতো পরিমাপ করি । কীসের পরিমাপ ?—রাশির পরিমাপ । স্বভাবতই প্রশ্ন আসে—রাশি কী ? পরিমাপযোগ্য যে—কোনো প্রাকৃতিক বিষয়কেই রাশি বলে ।(a) যেমন—দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি । কিছু পরিমাণ জল নিয়ে আমরা তার আয়তন মাপতে পারি,মাপতে পারি তার ভর,উষ্ণতা প্রভৃতি সেজন্য আয়তন, ভর, উষ্ণতা,... এগুলো হল রাশি । কিন্তু কখনোই আমরা জলকে রাশি বলতে পারবো না । কারণ, জল পরিমাপযোগ্য নয়, পরিমাপযোগ্য হল জলের আয়তন, জলের ভর, জলের উষ্ণতা, এইসবগুলো। তাহলে, জল কী?—জল হল একটি পদার্থ । একই যুক্তিতে বায়ু, কাঠ, মাটি, পাথর এগুলোও রাশি নয়, পদার্থ । পদার্থের ও জীবের কিছু বৈশিষ্ট্য, যেমন—বর্ণ, গন্ধ, দয়া, মায়া, দুঃখ, দারিদ্য ইত্যাদিও রাশি হিসাবে গ্রাহ্য নয় । কারণ, এদের পরিমাপ করা যায় না ।